সভার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলো বিজেপি রাজ্য January 10, 2018 রাজ্য পুলিশের তরফ থেকে বিজেপির “প্রতিরোধ সংকল্প যাত্রা”র অনুমতি নাকচ করায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপির যুব মোর্চা সমিতি।রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ পুরকায়স্থ এদিন বিজেপির রাজ্য দফতরে চিঠি পাঠিয়ে জানিয়ে দেন বিজেপির নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচির জন্য পুলিশের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হবে না।আর এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি যুব মোর্চা গোষ্ঠী। প্রসঙ্গত,“প্রতিরোধ সংকল্প যাত্রা”-র কর্মসূচির আগেও বিজেপি পক্ষ থেকে কলকাতায় বাইক র্যালি করবার জন্য কলকাতা পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু সেই আবেদনও নাকচ করে দেয় পুলিশ।পরবর্তী কর্মসূচিতেও পুলিশের নাকচ নামায় যথেষ্ট সমস্যায় বিজেপি গোষ্ঠী।আর এই প্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হতে বিজেপি নেতা কর্মীদের।এই বিষয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন,“পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে আগামীতে আমরা আর মিটিং, মিছিল করার জন্য পুলিশের কাছে অনুমতি চাইব না। সরাসরি আদালতের দ্বারস্থ হব।” আপনার মতামত জানান -