এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “মমতার সঙ্গে দেখা করে খুশি। আগামী দিনে ভালো কাজ করব।” মুখ্যমন্ত্রীর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ বাবুলের

“মমতার সঙ্গে দেখা করে খুশি। আগামী দিনে ভালো কাজ করব।” মুখ্যমন্ত্রীর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ বাবুলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শনিবার তৃণমূলে যোগদান করেছেন বাবুল সুপ্রিয়। এরপর গতকাল তিনি করেছেন সাংবাদিক সম্মেলন। আর আজ তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে, আগেই জানিয়ে দিয়েছিলেন। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বাবুল সুপ্রিয়। বৃষ্টি উপেক্ষা করে, জল উপেক্ষা করে নবান্নে পৌঁছালেন তিনি। আজই তাঁকে কোন বিশেষ দায়িত্ব দেয়া হবে বলে, জল্পনা রয়েছে রাজনৈতিক মহলে। বাবুল সুপ্রিয় জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তিনি খুশি । আগামী দিনে ভালো কাজ করবেন তিনি।

গণমাধ্যমের সামনে বাবুল সুপ্রিয় জানালেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উপর বিশ্বাস রেখেছেন। মুখ্যমন্ত্রীর ভালবাসায় আপ্লুত তিনি। দল তাঁকে যে দায়িত্ব দেবে, সে দায়িত্বই তিনি পালন করবেন। তাঁকে সুযোগ দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ আছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাবুল সুপ্রিয় জানালেন, তিনি অত্যন্ত অনুরাগের সঙ্গে কথা বলছেন। অনেকক্ষণ নবান্নতে ছিলেন। কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে। অন্য জায়গা থেকে এসেই এতটা ভালোবাসা পেলে, ভালো লাগে। তাঁর উপর ভরসা রেখেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উষ্ণ ব্যবহার অত্যন্ত ভালো লেগেছে তাঁর। আগামী দিনে তিনি হয়তো আরও ভালো কাজ করতে পারবেন।

সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেছিলেন যে, দল কি তাকে কোনো বিশেষ দায়িত্ব দিয়েছে? দল কি কোন বিশেষ ভূমিকা দিয়েছে? এ প্রসঙ্গে তিনি জানালেন যে, দলে তার কি ভূমিকা হবে? সেটা সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর এক্তিয়ার। যখন তিনি ঠিক মনে করবেন, তখনই তিনি বলবেন। তবে তিনি মনে করছেন, তিনি মন খুলে কাজ করতে পারবেন। আর মন ভরে গান গাইতে পারবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!