এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > নামবদলের প্রস্তাব ব্যারাকপুরে, অসন্তুষ্ট শিক্ষামহল

নামবদলের প্রস্তাব ব্যারাকপুরে, অসন্তুষ্ট শিক্ষামহল

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি ব্যারাকপুর স্টেশনের নাম বদল করার প্রস্তাব আনা হয়েছে। ব্যারাকপুর স্টেশন এর নাম বদল করে তা মঙ্গল পান্ডের নামে করার প্রস্তাব দেওয়া হয়েছে যাত্রী স্বাচ্ছন্দ কমিটির পক্ষ থেকে। যাত্রী স্বাচ্ছন্দ কমিটির পক্ষ থেকে সম্প্রতি রেল বোর্ডের কাছে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। সেই রিপোর্টটিতেই ব্যারাকপুর এর নাম বদলে দেবার প্রস্তাব দেওয়া হয়েছে।

যাত্রী স্বাচ্ছন্দ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ব্যারাকপুর স্টেশনের নাম বদলে দিয়ে তা মঙ্গল পান্ডের নামে করা হোক। সেই সঙ্গেই ব্যারাকপুর স্টেশনে মঙ্গল পান্ডের মূর্তি স্থাপন করে, তার সৌন্দর্যায়ন করা হোক। তবে, যাত্রী স্বাচ্ছন্দ কমিটির এই প্রস্তাব অনেকেই মেনে নিতে পারেননি। শিক্ষাবিদদের মধ্যে অনেকেই এর তীব্র বিরোধিতা করেছেন। এ প্রসঙ্গে নৃসিংহপ্রসাদ ভাদুড়ী জানিয়েছেন যে, ব্যারাকপুরের নাম আগে ছিল বারবাকপুর

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বারবকপুর থেকে হয়েছে ব্যারাকপুর। তিনি দাবি করেছেন, ব্যারাকপুর ব্রিটিশ ক্যান্টনমেন্ট ছিল বলে এর নাম বদল করা হচ্ছে না। বারবকপুর ছিল বলেই এর নাম বদলের চেষ্টা চলছে। অন্যদিকে পবিত্র সরকার জানিয়েছেন যে, কোন নাম বদল করলে নামকরণ করাই হয়। তবে এটা করে স্মরণীয় করার চেষ্টা ছেলেমানুষি মাত্র। এমন পরিবর্তন অনেকবার দেখা গেছে। কিন্তু শুধু নাম বদলই হয়। মঙ্গল পান্ডেকে নিয়ে কিছু করতে চাইলে তাঁকে সিলেবাসে আরো বেশি করে পড়ানো যেতেই পারে।

প্রসঙ্গত, ব্যারাকপুর এর নাম কিভাবে ব্যারাকপুর হলো? তা নিয়ে দুটি মত পাওয়া যায় ইতিহাসে। একটি হলো ১৭৭২ সালে ইংরেজরা ব্যারাকপুর সেনা ছাউনি তৈরি করে তার নাম ব্যারাকপুর রাখে। কিন্তু ভিন্ন মতে জানা যায় যে, এই ব্যারাকপুর একসময় সপ্তগ্রাম পরগনার অধীনে ছিল। তখন এর শাসক ছিলেন রুকনুদ্দিন বরবক শাহ। তাঁর নাম থেকে এর রাখা হয়েছিল বারবকপুর। যা পরবর্তীকালে বদলে হয়ে গেছে ব্যারাকপুর।

ব্যারাকপুর স্টেশনের নাম বদল করে তা মঙ্গল পান্ডে করা হবে কিনা? এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো প্রস্তাব নেওয়া হয়নি। সম্প্রতি বেশকিছু স্টেশন পরিদর্শন করে করেন যাত্রী স্বাচ্ছন্দ কমিটির সদস্যরা। যার মধ্যে রয়েছে নৈহাটি, কল্যাণী, রানাঘাট, দক্ষিণেশ্বর, দমদম, কৃষ্ণনগর ও ব্যারাকপুর। ব্যারাকপুর স্টেশনের নাম বদল করার পাশাপাশি রানাঘাট, নৈহাটি, কল্যাণী স্টেশনকে জবর দখল মুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে
রিপোর্টে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!