এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “অগত্যা যোগদান” দলত্যাগের কারণ হিসেবে বিজেপিকেই দুষলেন অর্জুন!

“অগত্যা যোগদান” দলত্যাগের কারণ হিসেবে বিজেপিকেই দুষলেন অর্জুন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূলে যুক্ত হওয়ার আগে থেকেই বঙ্গ বিজেপি তাকে বিশ্বাস করে না বলে দাবি করতে শুরু করেছিলেন অর্জুন সিংহ। শেষ পর্যন্ত তৃণমূলে যোগদান করার পরদিনই নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন ব্যারাকপুরের সাংসদ। যেখানে তিনি চেষ্টা করেও বিজেপিকে বিশ্বাসযোগ্যতা দিতে পারেননি বলে জানিয়ে দিলেন অর্জুনবাবু। যার ফলে তার এই মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, এদিন একটি সাংবাদিক বৈঠক করেন অর্জুন সিংহ। আর সেখানেই কেন তিনি বিজেপি ছাড়লেন, সেই বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অর্জুনবাবু বলেন, “বঙ্গ বিজেপি সব সময় আমাদেরকে সন্দেহের চোখে দেখত। আমাদের বিশ্বাস করত না। আমরা তাদের সাংসদ হয়েছিলাম। কিন্তু কি হবে না হবে, সেই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করা হত না। এত ঝুঁকি নিয়ে ব্যারাকপুরে আমাকে লড়াই করতে হয়েছিল। দল যখন পাশে দাঁড়াচ্ছে না, তখন বিজেপিতে থেকে লাভ নেই। তাই বাধ্য হয়ে তৃণমূলে যোগ দিলাম।”

একাংশের মতে, অর্জুন সিংহের এই অভিযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বোঝানোর চেষ্টা করলেন যে, বিজেপিতে থেকেও তিনি কাজ করতে পারছিলেন না। বিজেপি নেতারা তাকে বিশ্বাস করেছিলেন না। আর সেই কারণেই শেষ পর্যন্ত তিনি দল পরিবর্তন করতে বাধ্য হলেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!