এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে এসেই বড় দায়িত্বে অর্জুন, খুশি অনুগামীরা! জেনে নিন!

তৃণমূলে এসেই বড় দায়িত্বে অর্জুন, খুশি অনুগামীরা! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের যুক্ত হয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। তৃণমূলের একাংশ অর্জুনবাবুর এই দলে আসাকে মেনে নিতে না পারলেও, বৃহত্তর স্বার্থে সকলকে তা মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। তবে অর্জুন সিংহ তৃণমূল কংগ্রেসে আসলেও তাকে কি দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে কৌতূহল ছিল। অবশেষে জেলার সকল নেতাদের উপস্থিতিতে অর্জুন সিংহকে কি দায়িত্ব দেওয়া হবে, তা ঘোষণা করে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।

সূত্রের খবর, এদিন উত্তর 24 পরগনা জেলা নেতৃত্বের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন অর্জুন সিংহ। আর সেই বৈঠকেই অর্জুন সিংহকে বনগাঁর দায়িত্ব দেওয়া হল বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। একাংশের মতে, বিজেপি ত্যাগ করার সময় তাকে সাংগঠনিক কাজ করতে দেওয়া হতো না বলে অভিযোগ করেছিলেন অর্জুন সিংহ। আর এই পরিস্থিতিতে নিজের পুরনো দলে ফিরে আসার সাথে সাথেই সংগঠনকে চাঙ্গা করতে বনগাঁর দায়িত্ব দিয়ে সেই অর্জুন সিংহকে বড় উপহার দিল তৃণমূল নেতৃত্ব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!