এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিপুল জয়ের পরেও হেরে গেল তৃণমূল, তড়িঘড়ি কারণ খুঁজতে ময়দানে ঘাসফুল!

বিপুল জয়ের পরেও হেরে গেল তৃণমূল, তড়িঘড়ি কারণ খুঁজতে ময়দানে ঘাসফুল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জয়জয়কার হয়েছে তৃণমূল কংগ্রেসের। দুই কেন্দ্রেই জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থীরা। কিন্তু বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ের মুখ দেখতে পারেনি ঘাসফুল শিবির। যেখানে তৃণমূল প্রার্থীকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন বাম প্রার্থী। স্বাভাবিকভাবেই এই দুই ওয়ার্ড নিয়েই এখন যথেষ্ট চিন্তায় তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, বালিগঞ্জ বিধানসভার 64 এবং 65 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন বাম প্রার্থী। স্বাভাবিকভাবেই এই দুই ওয়ার্ডে কেন পরাজয় হল, এখন সেই বিশ্লেষণ করতেই ব্যস্ত তৃণমূল নেতৃত্ব। এত বিপুল জয়ের পরেও এই দুই ওয়ার্ডে পরাজয়ের কাঁটা রীতিমতো গলার কাছে বিঁধতে শুরু করেছে ঘাসফুল শিবিরের নেতাদের।

অনেকে বলছেন, হয়তো জয় এসেছে। কিন্তু এই দুই ওয়ার্ডের পরাজয় তৃণমূলের কাছে যথেষ্ট চিন্তার বিষয়। তাই এখন অনুসন্ধান করতে ব্যস্ত হয়ে গিয়েছেন নেতৃত্বরা। সব মিলিয়ে নেতৃত্বের অনুসন্ধানের পর এই দুই ওয়ার্ডে পরাজয়ের কারণ হিসেবে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!