এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপি রাজ্য নেতৃত্ব কি কাঁচা খেলোয়াড়! বিস্ফোরক বিজেপি সাংসদ!

বিজেপি রাজ্য নেতৃত্ব কি কাঁচা খেলোয়াড়! বিস্ফোরক বিজেপি সাংসদ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দিলীপ ঘোষকে সরিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে করার পর থেকেই বিজেপির অন্দর মহলে তীব্র অসন্তোষ তৈরি হতে শুরু করে। একের পর এক নির্বাচনে ধাক্কা খাওয়া থেকে শুরু করে একের পর এক সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিজেপির একাধিক নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা।

আর এবার বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের বিপুলভাবে পরাজিত হওয়ার পরেই বিজেপি রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে উঠতে শুরু করল প্রশ্ন। আর সেই প্রশ্ন তুলে দিয়ে রীতিমত গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সূত্রের খবর, এদিন দুই কেন্দ্রের উপনির্বাচনে বিপুলভাবে পরাজিত হওয়ার পরেই বিজেপি রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেন সংসদ সৌমিত্র খাঁ। যেখানে তিনি বলেন, “অপরিণত রাজ্য নেতৃত্বের জন্যই এই ফলাফল হয়েছে।”

স্বভাবতই বিজেপি সাংসদের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এখন নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। অনেকে বলছেন, সৌমিত্র খাঁ থেকে শুরু করে এক শ্রেণীর বিজেপি নেতা নেত্রীরা দীর্ঘদিন ধরেই বেসুরো। বর্তমান রাজ্য নেতৃত্বের ভূমিকায় তারা ক্ষুন্ন। আর এই পরিস্থিতিতে ফলাফল খারাপ হওয়ার পরেই কার্যত রাজ্য নেতৃত্বের ক্ষমতাশীল গোষ্ঠীকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন এই বিজেপি সাংসদ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!