এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নিজের সিদ্ধান্ত এখনো না জানিয়ে কি তৃণমূলকে খেলাচ্ছেন শুভেন্দু? জল্পনা তুঙ্গে

নিজের সিদ্ধান্ত এখনো না জানিয়ে কি তৃণমূলকে খেলাচ্ছেন শুভেন্দু? জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –অনেকে বলেন, রাজনীতির প্রধান মন্ত্র সকলকে উদ্বেগ এবং জল্পনার মধ্যে রাখা। হয়ত বা সেই কাজটাই করে চলেছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা তথা রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমানে তাকে নিয়ে জল্পনার শেষ নেই। তিনি তৃণমূল কংগ্রেসে থাকবেন, নাকি দলবদল করে অন্য কোনো শিবিরে নাম লেখাবেন, এই প্রশ্ন প্রতিনিয়ত মাথাচাড়া দিতে শুরু করেছে। তবে এর মাঝেই আশার কারণ হয়ে দাঁড়িয়েছিল 19 নভেম্বরের সভা।

কালীপুজোতে রামনগরে এসে শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন, 19 নভেম্বর তিনি আবার রামনগরে এসে সমবায়ের অনুষ্ঠান থেকে বেশ কিছু কথা বলবেন। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে যখন জল্পনা বাড়তে শুরু করেছে, তখন শুভেন্দু অধিকারী এই সভা থেকে নিজের রাজনৈতিক আচার আচরণ সম্পর্কে কিছুটা হলেও আভাস দেবেন বলে মনে করেছিল বিশেষজ্ঞরা। কিন্তু এই সভা থেকে তেমন ভাবে কোনো কথা বলতে দেখা গেল না রাজ্যের পরিবহনমন্ত্রীকে। উল্টে জল্পনাকে বাড়িয়ে দিয়ে বেশ কিছু মন্তব্য করে আবার রাজ্য রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন রামনগরের সভায় উপস্থিত হয়ে দল এবং নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী আমাকে তাড়িয়ে দেননি, আমিও ছাড়িনি।” অন্যদিকে নীতি ও আদর্শের কথা বলে দল তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দিয়েছেন তিনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুভেন্দু অধিকারী বলেন, “আমি মনোনীত নই, নির্বাচিত। নীতি ও আদর্শকে বিসর্জন দিয়ে কোনো কিছু করার লোক আমি নই।” স্বভাবতই রাজ্যের পরিবহনমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা এদিনের এই সভা থেকে বেশকিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে তার ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারণা দেবেন বলে বলে মনে করা হয়েছিল। কিন্তু তিনি এমন কিছু মন্তব্য করলেন, যেটা জল্পনাকে আরও বাড়িয়ে দিল বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, শুভেন্দু অধিকারী আসলে তাকে নিয়ে রাজ্য রাজনীতিতে আরও চর্চা হোক, এটাই চাইছেন। আর তাই সুস্পষ্টভাবে কোনো কথা না বলে কার্যত উদ্বেগ তৈরি করে রাখলেন পূর্ব মেদিনীপুরের সম্রাট। যার জেরে অনেকে বলছেন, নিজের সুস্পষ্ট সিদ্ধান্ত এখন জানাতে চাইছেন না শুভেন্দু অধিকারী। উল্টে তিনি দেখে নিতে চাইছেন, তাকে নিয়ে তৃণমূল কংগ্রেসের ভাবনা কি! অর্থাৎ তিনি তার দল তৃণমূল কংগ্রেসকে আরও বেশি করে খেলাতে চাইছেন বলে মনে করছে সমালোচক মহল।

বিশ্লেষকদের মতে, শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের দূরত্ব তৈরি হলেও সেভাবে তৃণমূলের তরফে এতদিন তার মানভঞ্জনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু সাম্প্রতিককালে তৃণমূলের এক প্রবীণ সাংসদ শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনায় বসেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এমত পরিস্থিতিতে দলের বিরুদ্ধে তেমন ভাবে কোনো কথা না বলে কার্যত রামনগরের সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা গেল রাজ্যের পরিবহনমন্ত্রীকে। অনেকে বলছেন, এর ফলে তিনি ভবিষ্যতে দলে থাকবেন এমনটাও যেমন বলা যাবে না, ঠিক তেমনই এমনটাও বলা যাবে না যে, তিনি দলত্যাগ করবেন!

অর্থাৎ এমন একটা জায়গায় এদিনের সভায় থেকে নিজেকে উপস্থাপিত করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী, যেখানে তাকে নিয়ে বঙ্গ রাজনীতিকে উদ্বেগ আরও দীর্ঘদিন থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে শুভেন্দু অধিকারীর মত হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব যদি দলবদল করেন, তাহলে বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। তাই এমত পরিস্থিতিতে রামনগরের সভা থেকে শুভেন্দু অধিকারী নির্দিষ্ট কিছু বলবেন বলে মনে করা হলেও, শেষ পর্যন্ত শুধুমাত্র উদ্বেগকেই বাড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের এই শীর্ষনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!