এখন পড়ছেন
হোম > জাতীয় > দাবানলের মত বাড়ছে করোনা, প্রায় ২ লক্ষের কাছাকাছি দৈনিক সংক্রমণ

দাবানলের মত বাড়ছে করোনা, প্রায় ২ লক্ষের কাছাকাছি দৈনিক সংক্রমণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ, যা একেবারে বেসামাল করে দিচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাকে। গত কিছুদিন ধরেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষের অনেকটা ওপরেই রয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১ লক্ষ ৮৫ হাজার মানুষ। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজারেরও বেশি মানুষের, চলতি বছরে যা রেকর্ড। তুলনায় কমে এসেছে দৈনিক সুস্থতার হার।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হলেন। যার সংখ্যা হল ১ লক্ষ ৮৪ হাজার ৩৭২ জন। যা এযাবতকালের সর্বোচ্চ। প্রথম দফায়ও যা ঘটেনি। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে ১০২৭ জনের। চলতি বছরে যা সর্বোচ্চ মৃত্যুর হার। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হলেন ৮২ হাজার ৩৩৯ জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই, করোনা আক্রান্ত দেশ হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। প্রথম স্থানে রয়েছে আমেরিকা, তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে সবচেয়ে দুরবস্থা রয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৬০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় ২৮১ জন মানুষের মৃত্যু ঘটেছে। আগামী ১৫ দিনের জন্য কারফিউ জারি করা হলো মহারাষ্ট্রে।

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৬৮ জন। দিল্লিতে ৮১ জনের করোনায় মৃত্যু ঘটেছে। করোনার কারণে সিবিএসই বোর্ডের পরীক্ষা বাতিলের আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি ছাড়াও উদ্বেগ বাড়ছে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধপ্রদেশ, ছত্রিশগড়, মধ্যপ্রদেশকে নিয়ে। পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!