“মুখ্যমন্ত্রী এই রাজ্যকে মিনি পাকিস্তান বানানোর চেষ্টা করেছিলেন” দাবি বিজেপি নেতার রাজ্য March 1, 2018 আমাদের চাপে পড়ে এখন মন্দিরে যাচ্ছেন, পুজোও দিচ্ছেন দাবি বিজেপি নেতা রাহুল সিনহার ।মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফরের আগেই পুরুলিয়ায় জনসভা করলেন বিজেপি নেতৃবর্গ । পুরুলিয়ার আলাদা আলাদা জায়গায় জনসভা করবেন বিজেপি নেতারা। যার মধ্যে উল্লখযোগ্য হলো ,বলরামপুরে বিজেপি দলের সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহার সভা ও বৃহস্পতিবার ঝাড়খণ্ড সীমানার নিতুলিয়ায় মুকুল রায় সভা করবেন জানা গেছে । তাঁর সভায় রাহুল বাবু ঝাড়খন্ডের সাথে গোটা পশ্চিমবঙ্গ রাজ্য সহ পুরুলিয়ার উন্নয়নের তুলনামূলক পার্থক্য করে জানালেন, “বলরামপুর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ঝাড়খণ্ড। সেখানে বিজেপি সরকার। কী উন্নয়ন হয়েছে সেখানে, এখানকার মানুষ জানেন। ওখানে কোনও সাম্প্রদায়িক বিভাজন নেই। আর এই রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম পাল্টে লুট চলছে। স্বচ্ছ ভারত মিশনের শৌচালয় তৈরির টাকা খেয়ে নিচ্ছে তৃণমূল। ” মুখ্যমন্ত্রীর অন্য ধর্মের প্রতি আস্থা – বিশ্বাস ও উন্নয়ন প্রকল্পের তীর্যকভাবে সমালোচনা করে , রাহুল বাবু আরও বললেন, ” মুখ্যমন্ত্রী এই রাজ্যকে মিনি পাকিস্তান বানানোর চেষ্টা করেছিলেন। হয়তো কলমা পরে নিজেও মমতাজ হয়ে যেতেন। কিন্তু আমাদের চাপে পড়ে এখন মন্দিরে যাচ্ছেন, পুজোও দিচ্ছেন। এখন আর শুধু সংখ্যালঘু নয়, সবাইকে খুশি করে ভোট আদায়ে মরিয়া হয়ে উঠেছেন। বিজেপির ভয়ে মন্দির, মসজিদ, সব জায়গায় দৌড়চ্ছেন। আপনার মতামত জানান -