এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নবান্নে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরা, ভোট-পরবর্তী হিংসা নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক!

নবান্নে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরা, ভোট-পরবর্তী হিংসা নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই বাংলায় হিংসার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন জায়গায় বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। এক্ষেত্রে বিরোধী দল বিজেপির পক্ষ থেকে ধরনার মত কর্মসূচি নেওয়া হয়েছে। অভিযোগ জানানো হয়েছে রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে। কিন্তু তারপরেও অশান্তির ঘটনা এড়ানো যাচ্ছে না কিছুতেই।

তবে ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই কেন এইভাবে হিংসার ঘটনা বাড়তে শুরু করেছে, তা নিয়ে সম্প্রতি রাজ্য প্রশাসনকে চিঠি দিয়ে জানতে চেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু দুটো চিঠি দেওয়ার পরেও রাজ্যের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। যার পরিপ্রেক্ষিতে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চার সদস্যের একটি প্রতিনিধিদল রাজ্যে আসে। আর এবার রাজ্যের লাগাতার হিংসা নিয়ে নবান্নে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই প্রতিনিধি দল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে চার সদস্যের একটি প্রতিনিধিদল রাজ্যে পা রাখে। যেখানে কিছুক্ষণ আগেই রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নে পৌঁছে গিয়েছেন তারা। মূলত, ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদের। এক্ষেত্রে রাজ্য প্রশাসনের কাছে অতীতের পাঠানো চিঠির মত কেন লাগাতারভাবে হিংসা চলছে, তা জানতে চাওয়া হতে পারে কেন্দ্রের পক্ষ থেকে।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, এই গোটা ঘটনার ফলে রাজ্য বনাম কেন্দ্রের দ্বন্দ্ব আরও বৃদ্ধি পেতে পারে। নতুন সরকার সবেমাত্র শপথ নিয়েছে। বুধবার রাজভবনে শপথ নিয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব বুঝে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় হিংসার ঘটনায় সরকারকে আক্রমণ করতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চার সদস্যের প্রতিনিধিদল রাজ্যে এসে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করে কি পদক্ষেপ গ্রহণ করে, তা অবশ্যই লক্ষণীয় বিষয়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!