এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > রাজনৈতিক হিংসার শিকার হেভিওয়েট তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক, অভিযোগের তীর বিজেপির দিকে

রাজনৈতিক হিংসার শিকার হেভিওয়েট তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক, অভিযোগের তীর বিজেপির দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে রাজনৈতিক হিংসার ছবি সামনে এসেছে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে অবশ্য ব্যাপকভাবে তৃণমূলের অত্যাচারের কথা সামনে তুলে আনা হচ্ছে। তবে বিগত দিনে তৃণমূলের কর্মীরাও একই অত্যাচারের মুখোমুখি হয়েছেন। বিশেষ করে উত্তরবঙ্গে, যেখানে গেরুয়া শিবিরের জয় হয়েছে বলে জানা যায়। আর এবার রাজনৈতিক হিংসার শিকার হলেন তৃণমূল নেতা উদয়ন গুহ।

এই ঘটনা ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, রাজ্যজুড়ে চলা রাজনৈতিক দুষ্কৃতী তাণ্ডবের মধ্যেই তৃণমূল নেতা এবং দিনহাটার প্রাক্তন বিধায়ক ওপরে উদয়ন গুহর ওপরে ব্যাপক হামলা হয়েছে। জানা যাচ্ছে, এই হামলার কারণে একদিকে যেরকম উদয়ন গুহর হাত ভেঙেছে, ঠিক সেরকমভাবেই তার নিরাপত্তারক্ষীরও মাথা ফেটেছে। এই মুহূর্তে দুইজনকেই দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। তৃণমূল নেতা উদয়ন গুহ অবশ্য এখনো পর্যন্ত এই ঘটনার পেছনে কে বা কারা দায়ী, তাই নিয়ে বিশেষ মুখ খোলেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এলাকার তৃণমূল সংগঠনের পক্ষ থেকে মনে করা হচ্ছে, দিনহাটার নবনির্বাচিত বিধায়ক নিশীথ প্রামাণিকের অঙ্গুলিহেলনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা উদয়ন গুহর ওপর। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তৃণমূল এবং বিজেপির চাপান উতোর ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক সমালোচকদের মতে, এই ঘটনার রেশ আরো বহুদূর গড়াতে চলেছে। একই সাথে নতুন অশান্তির আশঙ্কায় দিন গুনছে দিনহাটাবাসী।

ইতিমধ্যেই রাজ্যজুড়ে ঘটে চলা রাজনৈতিক হিংসার তদন্তে 4 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় তদন্তকারী দল রাজ্যে হাজির হয়েছেন। নবান্নে চলছে তাঁদের বৈঠক। আর এই বৈঠক চলাকালীন রাজ্যে তৃণমূল নেতা আক্রান্ত হওয়ায় ঘটনাটি অন্য মাত্রা পাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অন্যদিকে জানা যাচ্ছে, রাজনৈতিক হিংসা চলছে বলে অনেকেই ফেক নিউজ বা সংবাদ পরিবেশন করছে। এইমুহুর্তে ভুয়ো খবর বন্ধ করাও অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!