এখন পড়ছেন
হোম > জাতীয় > পরিবারের ২ সদস্য করোনা আক্রান্ত হতেই তড়িঘড়ি সেল্ফ আইসোলেশনে গেলেন বাঙালি মুখ্যমন্ত্রী!

পরিবারের ২ সদস্য করোনা আক্রান্ত হতেই তড়িঘড়ি সেল্ফ আইসোলেশনে গেলেন বাঙালি মুখ্যমন্ত্রী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –অদৃশ্য দানব করোনার বজ্রমুষ্টি সকলের দিকেই সমান ভাবে প্রসারিত। ধনি, গরিব, জাতি, ধর্ম , বর্ণ নির্বিশেষে সকলকেই সে নিজের শিকার করে নিচ্ছে। করোনার আক্রমনে ঘায়েল হচ্ছেন দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রের মন্ত্রী তথা রাজনীবিদেরাও। প্রসঙ্গত, গত রবিবার দুপুরে নিজের করোনা আক্রান্ত হবার কথা টুইট করে জানিয়েছিলেন কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আর এদিন রাতেই করোনা আক্রান্ত হয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরিয়াপ্পা। তিনিও নিজের করোনা আক্রান্ত হবার কথা টুইট করে জানিয়েছিলেন। করোনা আক্রান্ত হয়ে ভোপালের চিরায়ু হাসপাতালে ভর্তি আছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।এবার পরিবারের দুই সদস্য করোনা আক্রান্ত হওয়ায় সেলফ আইসোলেশন গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সংবাদসূত্রে জানা গেছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পরিবারের দুজন সদস্যর করোনা রিপোর্ট সম্প্রতি পসিটিভ এসেছে। অন্যদিকে বাকি সদস্যদের রিপোর্ট অবশ্য নেগেটিভ আছে। মুখ্যমন্ত্রী নিজেও তাঁর করোনা পরীক্ষা করিয়েছেন। তবে তাঁর রিপোর্ট এখনো এসে পৌঁছায় নি। তবে, সাবধানতার জন্যই তিনি সেলফ আইসোলেশনে গেছেন।সমস্ত বিষয়টি তিনি টুইট করে জানিয়েছেন মঙ্গলবার।

সেই সঙ্গে তিনি তাঁর পরিবারের দুজন সদস্যের দ্রুত আরোগ্য কামনাও করেছেন। সেইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরিয়াপ্পার দ্রুত রোগমুক্তির কামনা করেও তিনি টুইট করেছেন। মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন যে, চিকিৎসকের পরামর্শ মেনে তিনি নিজের বাসভবনেই সেলফ আইসোলেশন নিয়েছেন। সেলফ আইসোলেশনের সঙ্গে সঙ্গে তিনি করোনা সম্পর্কিত যাবতীয় সর্তক বিধিও পালন করছেন যথাযথভাবে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের নেতা,মন্ত্রী তথা রাজনীতিবিদদের মধ্যেও করোনা সংক্রমণ দিনদিন বাড়ছে। তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সুজিত বসু, বিধায়ক নির্মল ঘোষ করোনা আক্রান্ত হয়ে বর্তমানে রোগমুক্ত হয়ে নিজেদের বাড়ি ফিরে এসেছেন। আবার বাং নেতা ফুয়াদ হালিম সম্প্রতি করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরেছেন। তবে, গতকাল সোমবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা অনাদি সাহু ও শ্যামল চক্রবর্তী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!