এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “ভয়াবহ পরিস্থিতি” করোনা নিয়ে রাজ্যকে আক্রমণ শমীকের!

“ভয়াবহ পরিস্থিতি” করোনা নিয়ে রাজ্যকে আক্রমণ শমীকের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলায় যখন বিধানসভা নির্বাচন চলছে, তখন করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা ভারতবর্ষে। স্বাভাবিক ভাবেই ভারতবর্ষে এই ভাইরাস ভয়াবহ আকার ধারণ করলে তার প্রভাব পড়েছে বাংলায়। একদিকে নির্বাচন চলার কারণে করোনা ভাইরাস বাংলায় বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই নির্বাচনী প্রচার থেকে এই ব্যাপারে কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন তুলে দিয়েছেন স্বয়ং তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যেখানে কেন্দ্রের অব্যবস্থার জন্য করোনা ভাইরাস বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করতে দেখা গেছে তাকে। শুধু তাই নয়, নির্বাচন কমিশন টানা নির্বাচন করার কারণে এই করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেছেন তিনি। আর এই পরিস্থিতিতে করোনা ভাইরাস যখন বাংলায় হু হু করে বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।

সূত্রের খবর, আজ এই ব্যাপারে বিজেপির পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে করোনা ভাইরাস বৃদ্ধি নিয়ে রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করান বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু তা প্রশমিত করার দায়িত্ব রাজ্য সরকারের।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ মানুষের মধ্যে যে আতঙ্কিত পরিবেশ তৈরি হয়েছে, অবিলম্বে রাজ্য সরকারকে তা দমন করতে হবে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন হেভিওয়েট এই বিজেপি নেতা। এক্ষেত্রে রাজ্য সরকার আতঙ্কিত পরিবেশ না করার কারণেই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে বলে দাবি করতে দেখা গেছে তাকে। যা বর্তমান সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশ বলছেন, করোনা ভাইরাস নিয়ে বর্তমানে কেন্দ্র বনাম রাজ্য সরকারের মধ্যে ব্যাপক দড়ি টানাটানি তৈরি হয়েছে। নির্বাচনী প্রচারে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে রাজ্যের অক্সিজেন অন্য কোনো রাজ্যকে দেওয়া হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা কেন্দ্র বা বিজেপির পক্ষ থেকে সেই অভিযোগ নস্যাৎ করে দেওয়া হয়েছে।

আর এই পরিস্থিতিতে রাজ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, তা দমন করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে বলে রাজ্যের শাসক দল তৃণমূলের ওপর চাপ বাড়িয়ে দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। স্বাভাবিক ভাবেই নির্বাচনের মরসুমে বিজেপি নেতার এই বক্তব্য পরিপ্রেক্ষিতে এবার তৃণমূলের পক্ষ থেকে পাল্টা কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!