এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > হঠাৎ বেসুরো বিজেপির হেভিওয়েট বিধায়ক, ফের ভাঙ্গনের সম্ভাবনা গেরুয়া শিবিরে

হঠাৎ বেসুরো বিজেপির হেভিওয়েট বিধায়ক, ফের ভাঙ্গনের সম্ভাবনা গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উত্তর থেকে দক্ষিনে চলছে বিজেপির ভাঙ্গন। এক সপ্তাহের মধ্যে বিজেপি ৩ জন বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের কিছুদিন পরেই বিজেপি ছেড়ে সপুত্র তৃণমূলে যোগদান করেছিলেন বিধায়ক মুকুল রায়। এরপর বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এরপর বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। গতকাল শনিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন কালিয়াগঞ্জ কেন্দ্রের বিজেপি বিধায়ক সৌমেন রায়।

অর্থাৎ দক্ষিণ থেকে উত্তরে বাড়ছে বিজেপির ভাঙ্গন। এবার বেসুরো বার্তা শোনা যাচ্ছে রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানীর মুখে। সাংবাদিক বৈঠকে সমস্ত দলীয় কর্মসূচি থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন তিনি। তবে, এর সঙ্গে সঙ্গে তিনি জানিয়েছেন যে, বিধায়ক হিসেবে কাজ করবেন তিনি। তিনি জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকারের সঙ্গে তাঁর বেশকিছু মতান্তর ঘটেছে। এ জন্য তিনি এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধেও বিস্ফোরক বক্তব্য রেখেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, ভবিষ্যতে তিনি কি করতে চলেছেন? কি হতে চলেছে তাঁর পরবর্তী পদক্ষেপ? এই প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে, ভবিষ্যতে কি হবে? তা ভবিষ্যতই বলবে। তিনি অভিযোগ করেছেন, দলের জেলা কমিটি তাঁকে না জানিয়েই গঠন করা হয়েছে। তিনি অভিযোগ করেছেন, জেলা সভাপতি বাসুদেব সরকার সকলকে নিয়ে চলছেন না। অল্প কিছু ব্যক্তিকে নিয়ে কাজ চালাচ্ছেন তিনি।

গতকাল কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় তৃণমূলে যোগদান করার পর, এবার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে নিয়েও শুরু হলো তীব্র জল্পনা। যেকোনো সময় তিনি তৃণমূলে যোগদান করতে পারেন। এমন একটা জল্পনা ছড়িয়ে পড়েছে রাজনীতি মহলে। ফলে আবার ভাঙ্গনের সম্ভাবনা দেখা দিচ্ছে গেরুয়া শিবিরে। বারবার ভাঙ্গন বিপর্যস্ত করে দিচ্ছে গেরুয়া শিবিরকে।

বিজেপির এই বারবার ভাঙ্গন প্রসঙ্গে রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন যে, বিজেপি হলো গব্বর সিং এর পার্টি। তাই সেখানে কাজ করা অসম্ভব। এ কারণে অনেকে পালিয়ে আসতে চাইছেন। দলের এই বারবার ভাঙ্গন প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, বিধায়কদের সঙ্গে কথাবার্তা চলছে। তাঁদের সঙ্গে বৈঠক হয়েছে। প্রথম থেকেই ৫, ৬ জন বিধায়কের সমস্যা ছিল। তাদের সঙ্গে কথাবার্তা চলছিলো। কিন্তু তাদের বাধ্যবাধকতা আছে সেজন্যই তারা দল ছেড়েছেন। এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন যে, গরু-ছাগল তো তাঁরা নন যে তাঁদের আটকে রাখা ভাবে। দলবদল এখন ফ্যাসান হয়ে গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!