এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আগামী ১০০ বছর মানুষ মমতা ব্যানার্জিকে নয়নের মণি করে রাখবেন: অভিষেক ব্যানার্জি

আগামী ১০০ বছর মানুষ মমতা ব্যানার্জিকে নয়নের মণি করে রাখবেন: অভিষেক ব্যানার্জি


গতকাল পুরুলিয়ার ছররার রথতলা ময়দানে জনসভা করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাসকদলের মূল উদ্দেশ্য ছিল পঞ্চায়েত ভোটের আগে দলের কর্মীদের উজ্জীবিত করা। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা কার্যত জনজোয়ারে পরিণত হওয়ায় উচ্ছ্বসিত স্থানীয় নেতৃত্ত্ব। আর সামনে সেই জনসমুদ্র পেয়ে বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তিনি। গতকালের সভা থেকে অভিষেকবাবু বলেন –

১. অনেকেই বাংলার ঐতিহ্য সংস্কৃতি ভুলে টাকা ছড়িয়ে এবং জাতপাতের রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে
২. কিন্তু, বাংলার মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে জানে
৩. বাংলার বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসে যাঁরা টাকা ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন সেই টাকা তাঁদের মুখেই ছুঁড়ে মারুন
৪. টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, বাংলায় আন্দোলনের ও প্রতিবাদের ঐতিহ্য রয়েছে
৫. পশ্চিমবঙ্গের মানুষ কারও কাছে মাথানত না করে শিরদাঁড়া সোজা রাখতে জানে
৬. নেতাজি, বিবেকানন্দ এবং বিদ্যাসাগর সহ বাংলার মনীষীরা সেই সময় চুপ থাকলে সমাজে অনেক কুপ্রথা এবং সমস্যা থেকে যেত, সেগুলি বন্ধ হতো না
৭. তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থাকলে আজও জঙ্গলমহলে বারুদের গন্ধ থেকে যেত, এই শান্তি আসত না
৮. যাঁরা পুরুলিয়ায় এসে পুলিসকে চমকাচ্ছেন আগামী দিনে এরকম করলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, পুলিসকেও একথা বলেছি
৯. সবাই ধৈর্য্য ধরুন, সব জায়গায় মুখ্যমন্ত্রীর উন্নয়নের ডালি পৌঁছবে
১০. কুর্মি সম্প্রদায়ের জন্য মুখ্যমন্ত্রী যা করেছেন কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা কাজ করতে পারেননি
১১. রাজ্যের অনুমোদন সহ কেন্দ্রে অনেক আগেই মুখ্যমন্ত্রী চিঠি পাঠিয়েছেন
১২. এবার কুর্মি সমাজের বাংলায় আন্দোলন না করে দিল্লিতে করা উচিত
১৩. ওই আন্দোলনে সাধ্যমতো সবকরমভাবে সাহায্য করব, তৃণমূলের সব নেতা কুর্মিদের পাশে থাকবে
১৪. বাংলায় আমাদের ফেলে দেওয়া জঞ্জাল নিয়ে নাচছে বিজেপি
১৫. চাটনি দাদু যাওয়ার পর থেকে বিজেপির রাহুর দশার সঙ্গে কেতুর দশাও যুক্ত হয়েছে
১৬. আগে সিপিএম আমলে শুনতাম হাত কাটা, নাক কাটা দিলীপ, এখন দেখছি জিভ কাটা দিলীপ রয়েছে
১৭. আগে হাত কাটা দিলীপের হাতে লাগাম থাকত না, এখন জিভ কাটা দিলীপের কথায় লাগাম থাকছে না
১৮. যা খুশি বলছেন, শালীনতা, সৌজন্যের সীমাও ছাড়িয়ে যাচ্ছেন
১৯. চাটনি দাদু ও জিভ কাটা দিলীপ মিলেও আগামী দিনে পুরুলিয়ায় গ্রামে পঞ্চায়েতের একটা আসনও জিততে পারবে না
২০. কংগ্রেসের ৭২ থেকে ৭৭ সালের সিদ্ধার্থশঙ্কর রায়ের পাঁচবছরের দুর্নীতি আর অপশাসন দেখিয়ে সিপিএম ও বামেরা ৩৪ বছর ক্ষমতায় ছিল
২১. আর সিপিএমের ৩৪ বছর ধরে বুদ্ধবাবু, জ্যোতিবাবুরা যে দুর্নীতি করে বাংলাকে পিছিয়ে রেখেছিল সেই দুর্নীতি, অপশাসন ও ব্যর্থতাকে সামনে রেখে আগামী ১০০ বছর বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়নের মণি করে রাখবেন
২২. বুথের নেতা বুথেই কাজ করুন, বুথ আঁকড়ে রাখুন, বুথ, ব্লক এবং জেলার নেতারা নিজের নিজের দায়িত্ব পালন করুন
২৩. জেলার নেতাদের রাজ্যের এবং ব্লকের নেতাদের জেলার নেতা হওয়ার দরকার নেই
২৪. বৃহস্পতিবার রাতে তৃণমূলের ছাত্রযুবরা যেভাবে রাস্তার পাশে কনকনে ঠান্ডায় দাঁড়িয়েছিল তাতে আমি অভিভূত
২৫. একমাস সময় দিলাম। কংগ্রেস,বিজেপি বা সিপিএম একমাসের মধ্যে এই ভিড় করে দেখাক

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!