উলুবেড়িয়ায় ‘মুকুল-টাচ’, প্রার্থী হতে চলেছেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য? জাতীয় বিশেষ খবর রাজ্য January 6, 2018 উলুবেড়িয়া লোকসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই প্রায় সাথে সাথেই সেই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দেয় তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট। একটু দেরিতে হলেও প্রার্থী ঘোষণা করে কংগ্রেসও। কিন্তু বিজেপির তরফে এখনো কোনো প্রার্থী ঘোষণা করা হয় নি, ফলে একের পর এক নাম নিয়ে ছাড়িয়েছে জল্পনা। এবার সেই তালিকায় শেষতম সংযোজন বলিউডের বিখ্যাত গায়ক অভিজিৎ ভট্টাচার্য। নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য বিজেপির এক শীর্ষনেতার কথায়, বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠন ও জনসমর্থনের ভিত্তিতে যে কোনো আসনেই ন্যূনতম ২৫% এর কাছাকাছি ভোট পাওয়ার ক্ষমতা আছে। অন্যদিকে রাজ্যের শাসকদল পাচ্ছে ৪৮-৫০% ভোট, অর্থাৎ শাসকদলকে হারাতে গেলে দরকার ন্যূনতম ৮% ভোটের সুইং। আর বর্তমানে তা আসতে পারে কোনো প্রার্থীর ব্যক্তিগত ক্যারিশমা থেকে। আর তাই মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয় চাইছেন উলুবেড়িয়াতে কোনো ‘হেভিওয়েট’ মুখ দাঁড় করাতে, সেই হিসাবে বিখ্যাত গায়ক অভিজিতের নাম নিয়ে আলোচনা হয়েছে, তিনি রাজি হলে এবং কেন্দ্রীয় নেতৃত্ত্ব অনুমোদন দিলে আগামী ৯ জানুয়ারী উলুবেড়িয়াতে জনসভায় একেবারে প্রার্থীকে সামনে আনা হবে। রাজনৈতিক বিশেষজ্ঞদেরও ধারণা অভিজিৎ ভট্টাচার্য উলুবেড়িয়ায় দাঁড়ালে, শাসকদলকে ভালো মত ধাক্কা দেওয়া যাবে, কারণ প্রথমত উনি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, কিছুদিন আগেই গান-মেলায় মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছেন। দ্বিতীয়ত, রাজনৈতিক গুঞ্জন চলছিল যে আগামী লোকসভায় আসানসোল কেন্দ্রে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে তৃণমূল তাঁকে প্রার্থী করতে পারে। আর তাই তার আগে সব হিসেব গুলিয়ে দিয়ে বিজেপি যদি তাঁকে সত্যিই লোকসভায় পাঠাতে পারে, তাহলে সবদিক দিয়েই আক্ষরিক অর্থে তা মাস্টারস্ট্রোক হতে চলেছে। এখন দেখার শেষপর্যন্ত উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থী হিসাবে কোন নামে সিলমোহর পরে। আপনার মতামত জানান -