এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ইসলামপুর উপনির্বাচনে প্রার্থী হতে সব দলেরই দাবিদার একাধিক! নতুন করে শুরু নির্বাচনী উত্তেজনা

ইসলামপুর উপনির্বাচনে প্রার্থী হতে সব দলেরই দাবিদার একাধিক! নতুন করে শুরু নির্বাচনী উত্তেজনা

গত 18 এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন শেষ হয়েছে। এখনও পর্যন্ত নির্বাচন পরবর্তী উত্তাপ কাটিয়ে উঠতে পারেনি কোনো রাজনৈতিক দলই। কিন্তু একটি নির্বাচন শেষ হতে না হতেই ফের ইসলামপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেকে কেন্দ্র করে তৎপরতা দেখা দিল সমস্ত রাজনৈতিক দলের অন্দরে। কিন্তু হঠাৎ কেন এই নির্বাচন?

প্রসঙ্গত উল্লেখ্য, গত 2016 সালের বিধানসভা নির্বাচনে এই ইসলামপুর কেন্দ্রে কংগ্রেসের টিকিটে জয়ী হন কানাইয়ালাল আগরওয়াল। কিন্তু বিধায়ক হওয়ার কিছুদিন পরেই দলবদল করে তৃণমূলে যোগ দেন তিনি। আর এবার লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে সেই কানাইয়ালাল আগরওয়ালেরই নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ফলে সেই ইসলামপুর বিধানসভা আসনটি ফাঁকা হয়ে যাওয়ায় এবার সেখানে উপ নির্বাচন হচ্ছে। আর এই উপনির্বাচনকে কেন্দ্র করে কোন রাজনৈতিক দলের তরফে এই কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে শুরু হয়েছে জোর তৎপরতা। জানা গেছে, তৃণমূলের তরফে এই কেন্দ্রে প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন, জেলা পরিষদের প্রাক্তন সদস্য জাভেদ আখতার, ইসলামপুর টাউন তৃণমূল সভাপতি গঙ্গেশ দে সরকার সহ অন্যান্যরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি আশ্চর্যজনকভাবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে বাংলা বিকাশবাদি কংগ্রেসের সুপ্রিমো জনাব আব্দুল করিম চৌধুরীর নামও এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে ঘোরাফেরা করতে শুরু করেছে। তবে প্রার্থীর দৌড়ে এগিয়ে থাকা গঙ্গেশ দে সরকার, জাকির হোসেন জাভেদ আখতার বলেন, “যা সিদ্ধান্ত নেওয়ার দলই দেবে।”

একইভাবে এদিন এই প্রসঙ্গে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল বলেন, “প্রার্থীর ব্যাপারে দলীয় নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।” তবে শুধু তৃণমূল নয়, বিজেপির তরফেও এই ইসলামপুর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ইতিমধ্যেই 17 জনের তালিকা এসেছে বলে জানা গেছে। যেখানে সৌমজিত মণ্ডল, সুরজিৎ সেন সহ অনেকেরই নাম রয়েছে।

এদিন এই প্রসঙ্গে বিজেপি সৌম্যরুপ মন্ডল বলেন, “গত নির্বাচনে প্রার্থী হয়েছিলাম বলেই এবারও যে আমিই হব এমন কোনো গ্যারান্টি নেই। দল যা সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে নেব।” অন্যদিকে প্রার্থী কে হচ্ছে তা এখনই বলতে পারব না বলে জানান বিজেপির সুরজিৎ সেন। এদিকে কংগ্রেসের পক্ষ থেকে ইসলামপুর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হিসেবে মুজাফ্ফর হোসেন এবং আব্দুল করিম চৌধুরির ভাই কাইজার চৌধুরীর নাম উঠে আসতে শুরু করেছে।

এদিন এই প্রসঙ্গে মুজাফ্ফর হোসেন বলেন, “দলের কর্মীরা আমাকেই প্রার্থী হিসেবে চাইছি। যদি আমি না দাঁড়াই তাহলে অন্য কেউ হবে।” অন্যদিকে বৃহস্পতিবারই তারা তাদের প্রার্থীর নাম ঘোষনা করে দেবে বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা সিপিএমের সম্পাদক অপূর্ব পাল।

সব মিলিয়ে এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ইসলামপুর বিধানসভা উপনির্বাচনের দামামা বেজে যাওয়ায় কোন দলের তরফে কাকে প্রার্থী করা যায় তা নিয়ে সমস্ত রাজনৈতিক দলের অন্দরেই চলছে জোর তৎপরতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!