এখন পড়ছেন
হোম > জাতীয় > নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে পদত্যাগ করলেন আসামের তৃণমূল সভাপতি

নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে পদত্যাগ করলেন আসামের তৃণমূল সভাপতি


অসমের নাগরিকপঞ্জি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে ঘিরে জল গড়ালো অনেকদূর। আজ অসমের তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন পাঠক পদত্যাগ করলেন। এই নিয়ে দীপেনবাবু তাঁর ট্যুইটারে একটি পোস্ট করেন সেখানে তিনি জানান যে, “মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অসম থেকে বাঙালি উৎখাত করতেই NRC আনা হয়। আমি তাঁর সঙ্গে একমত নই। এই ধরনের মন্তব্য এখানে ঝামেলা সৃষ্টি  করতে পারে। যার জন্য আমাকে দায়ী করা হত। তাই আমি পদত্যাগ করেছি”। এর আগে আসামে আরো দুই তৃণমূল নেতা দিগন্ত সাইকিয়া ও প্রদীপ্ত পাচোনি পদত্যাগ করেন। তাঁরা জানান আসামের এনআরসি নিয়ে দলনেত্রীর ‘গৃহযুদ্ধ’ ও ‘রক্তস্নান’ জাতীয় মন্তব্যে তাঁরা অত্যন্ত হতাশ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

এদিকে আজ সকালে গুয়াহাটি প্রেসক্লাবের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা পোড়ানো হয় – যার নেতৃত্বে ছিলেন বিজেপি সমর্থিত মহিলা সংগঠন। অন্যদিকে আজকে তৃণমূলের প্রতিনিধি দল শিলচর পৌঁছালে তাঁদের আটকে দেওয়া হয় এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে বিমানবন্দরে বলেও সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে । তৃণমূলের প্রতিনিধি দলকে আটকাতেই কি এই পদক্ষেপ – প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এমনকি কোনো কোন মহল থেকে অভিযোগ উঠেছে, পুলিশ নাকি তৃণমূলের প্রতিনিধিদলকে মারধর পর্যন্ত করেছে, তবে এই নিয়ে এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায় নি। এর পাশাপাশিই জল্পনা উঠেছে দীপেনবাবু নাকি দল ছেড়ে এবার বিজেপিতে যোগদান করতে পারেন – তবে এ প্রসঙ্গে এখনো পর্যন্ত মুখ খোলেননি দীপেন বাবু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!