এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ক্রিমিনাল ও বিজেপির গুণ্ডা মিশিয়েছে শাহ।” – বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

“কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ক্রিমিনাল ও বিজেপির গুণ্ডা মিশিয়েছে শাহ।” – বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছিলেন তিনি। আজ ভার্চুয়াল ভাবে চলা মুর্শিদাবাদের বৈঠক থেকেও নির্বাচন কমিশনকে আবার নজিরবিহীন আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি আবার জানালেন যে, নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ক্রিমিনাল ও বিজেপির গুন্ডাদের মিশিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, পরিকল্পনা করেই আট দফাতে ভোট করা হচ্ছে। একেক দফাতে একেক রকম রিগিং করার পরিকল্পনা করা হচ্ছে। তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের যত কেন্দ্রীয় বাহিনী ছিল, তাদের তুলে দিয়েছেন, আর যত ক্রিমিনাল ছিল, তাদেরকে সঙ্গে নিয়েছেন। বিজেপির নেতা কর্মীদের সঙ্গে তাদেরকে দিয়েছেন । রাজ্যে নির্বাচন কমিশন এলেই রাজ্যের পুলিশ ঘুঘুর বাসায় ঢুকে পড়ে বলে, অভিযোগ করলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি অভিযোগ করেছেন, বিজেপির কথাতেই চলছে নির্বাচন কমিশন। ভোটে টাকা ছড়াচ্ছে বিজেপি, কিন্তু নির্বাচন কমিশন কিছুই দেখছে না। তিনি জানান, সামশেরগঞ্জ কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর মৃত্যু হয়েছে। ১৩ তারিখ সেখানে ভোট গ্রহণের কথা বলা হয়েছিল, তাঁরা প্রতিবাদ করায় তা ১৬ তারিখ করা হয়েছে। তিনি জানালেন, বারবার বলা হয়েছে বাঁকি দফার ভোট একদফায় করে দিতে, কিন্তু নির্বাচন কমিশন তা করেনি।

এরপর রাজ্য পুলিশের বিরুদ্ধেও তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, পুলিশের ব্রেন নষ্ট হয়ে গেছে। নির্বাচন কমিশন যা বলছে, সেটাই করছে তাঁরা। এরপর হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন যে, ভোটের পর তাঁরাই থাকবেন। যেভাবে নির্বাচন হচ্ছে, তাতে তৃণমূলের কোন বিকল্প নেই। তৃণমূল থেকে যাবে ক্ষমতায়। তিনি জানালেন, তৃণমূল এনআরসি, এনপিআর চায় না। জনগণ ভোট দিন। গঙ্গার ভাঙন রোধে যে টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রের। কেন্দ্র সে টাকা দেয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!