‘বাজে কথা বললে চাবকে জব্দ করে দেব’, অনুব্রতকে প্রকাশ্য সভায় লকেটের হুমকি বিশেষ খবর রাজ্য January 6, 2018 কিছুদিন আগেই বীরভূমের মাটিতে দাঁড়িয়েই তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডলকে ‘কানের গোড়ায় দেওয়া হবে’ বলে বিতর্ক বাড়িয়েছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি লকেট চট্টোপাধ্যায়। আর সেই বিতর্ক আরো বাড়িয়েছিলেন অনুব্রত মন্ডল স্বয়ং, লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি জানান, ‘লকেটকে একটু আদর করে দিতে চান শুধু, তবে বোনের মত’, বিরোধী দলের একজন নেত্রী সম্পর্কে এরকম মন্তব্য স্বাভাবিকভাবেই ঝড় তুলেছিল রাজ্য-রাজনীতিতে। আজ ‘পরিবর্তনের পরিবর্তন’ করতে এক জনসমাবেশে বীরভূমের তাঁতীপাড়ায় আবার উপস্থিত হন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি লকেট চট্টোপাধ্যায়, সঙ্গে ছিলেন মুকুল রায় ও রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। রাজনৈতিক মহলে স্বাভাবিক ভাবেই উৎসাহ ছিল লকেটদেবী অনুব্রতবাবুর বিরুদ্ধে মুখ খোলেন কিনা সেদিকে। এদিনে জনসমাবেশ থেকে তিনি বলেন, আগে নিজের বাড়ির বোনেদের আদর করুন, তার পর আমাদের দিকে হাত বাড়াবেন। বাজে কথা বললে চাবকে জব্দ করে দেব, যাঁরা মহিলাদের সম্মান করতে জানেন না, তাঁদের মুখে এসব কথা মানায় না। আপনার মতামত জানান -