এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির কাছে অর্থ সাহায্য চাইলো আপ, 2019 এ বিজেপির সাথে জোটের দিকে কি এগোচ্ছে কেজরিওয়াল? জল্পনা তুঙ্গে

বিজেপির কাছে অর্থ সাহায্য চাইলো আপ, 2019 এ বিজেপির সাথে জোটের দিকে কি এগোচ্ছে কেজরিওয়াল? জল্পনা তুঙ্গে

2019 এর লোকসভা নির্বাচনে কেন্দ্রের মসনদ থেকে বিজেপিকে সরাতে ইতিমধ্যেই এক জোট বেঁধেছে বিরোধীরা। কিন্তু এবার সেই বিরোধী জোটের ঐক্যই যেন কিছুটা হলেও আলগা হতে শুরু করল আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এক কথায়।

প্রসঙ্গত উল্লেখ্য, আপ সুপ্রিমো কেজরিওয়াল প্রথম থেকেই প্রবল বিজেপি বিরোধী। তাই কেন্দ্রের মসনদ থেকে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে সরাতে অন্যান্য বিরোধী দলগুলোর মতো সেই বিরোধী মহাজোটের সলতে পাকাতে পা বাড়িয়েছিলেন তিনিও। কিন্তু হঠাৎই সেই কেজরিওয়াল বিজেপির কাছে আর্থিক সাহায্য প্রার্থনা করায় জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে তীব্র জল্পনা। কিন্তু ঠিক কী কারণে বিজেপির কাছে সাহায্য চাইছেন আম আদমি পার্টি সুপ্রিমো?

বিশেষ সূত্রের খবর, বেশ কয়েক মাস আগে দিল্লির চতুর্থ পর্যায়ের মেট্রোর কাজ অসম্পূর্ণ থাকা প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করে বিজেপির মনোজ তিওয়ারী বলেছিলেন, “টাকা না থাকলে আমাকে বলুন আমি আমার রোজগার থেকে 1 লক্ষ টাকা দিল্লি সরকারকে অনুদান দেব। কিন্তু এই আর্থিক সমস্যার জন্য যেন মানুষের উন্নয়নের কাজ থমকে না থাকে।”

আর তাই বিজেপি নেতার এই কথাকে ধার করেই এবার সেই বিজেপির কাছেই আর্থিক সাহায্য চাইল আম আদমি পার্টি।  মনোজ তিওয়ারিকে পাল্টা টুইট করে আম আদমি পার্টির পক্ষ থেকে ১ লক্ষ টাকা চাওয়া হয়। যদিও সেটা জনকল্যাণের স্বার্থে নয়, পার্টি তহবিলের শূন্য ভাঁড়ার পূর্ণ করার জন্য।

বুধবার আপের পক্ষ থেকে এক ট্যুইটে লেখা হয়েছে যে, “দিল্লির বিজেপি নেতা যে এক লক্ষ টাকা আর্থিক সাহায্যের প্রস্তাব দিয়েছেন, আশা করি তিনি সেটা প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো কথার খেলাপ করবেন না।”

একাংশের মতে, আসন্ন লোকসভা নির্বাচন পার হতে যে আর্থিক দিক সামলাতে হয় বিভিন্ন রাজনৈতিক দলকে, সেই শক্তিশালী অর্থনৈতিক দিকটা নেই আম আদমি পার্টির কোষাগারে। তাই বাধ্য হয়ে বর্তমানে এই লোকসভা নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য দেশবাসীর কাছে আর্থিক সাহায্যও প্রার্থনা করেছেন অরবিন্দ কেজরিওয়াল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু দেশবাসীর কাছে সাহায্য চাইলেও ঠিক ছিল কিন্তু তাই বলে যে বিজেপি সম্পর্কে উঠতে-বসতে বিষোদগার করেন কেজরিওয়াল, সেই বিজেপির কাছেই সাহায্য প্রার্থনা করল আপ! তাহলে কি আসন্ন লোকসভা নির্বাচনের আগেই জাতীয় রাজনীতির সমীকরণ বদলাতে চলেছে? জল্পনা তুঙ্গে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!