এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রশান্ত কিশোরের সঙ্গে কি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক এখানেই শেষ? কি বলছে তৃণমূল শিবির

প্রশান্ত কিশোরের সঙ্গে কি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক এখানেই শেষ? কি বলছে তৃণমূল শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট যে আইপ্যাকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সম্পর্ক, সেই সম্পর্কে কি এবার ফাটল ধরল? দিনভর আজকে এরকমই একটা প্রশ্ন ঘুরপাক খেয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা যাচ্ছিল, হয়তো আইপ্যাকের সঙ্গে তৃণমূলের কিছু একটা গন্ডগোল হচ্ছে। এ ধরনের জল্পনা দানা বাঁধার আরেকটা কারণ হলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সম্প্রতি তিনি এমন একটি মন্তব্য করেছেন যেখান থেকে এই জল্পনা দানা বেঁধেছে। বুধবার ডেরেক ও’ব্রায়েন বলেছিলেন, আইপ্যাক এবং তৃণমূল এক নয়। শুধুমাত্র একজন রাজনৈতিক সহযোগি তাঁরা। তাঁদের সমস্ত মতামতকে যে তৃণমূল গুরুত্ব দেবে এমন কোন কথা নেই।

ডেরেক ও’ব্রায়েনের এই মন্তব্যের পরেই গুঞ্জন মাত্রাছাড়া রূপে বাড়তে শুরু করে। ধরে নেওয়া হয়, তৃণমূলের সঙ্গে আইপ্যাকের মতানৈক্য চলছে। আর সেক্ষেত্রে প্রশ্ন ওঠে, তাহলে কি প্রশান্ত কিশোরের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করছে তৃণমূল? এই সমস্ত প্রশ্নের উত্তর হিসেবে আজকে রাজ্যের শাসক দল তৃণমূলের তরফ থেকে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে আইপ্যাকের সঙ্গে কোনো রকম মতানৈক্য নেই দলের। আজকে দলের সরকারী টুইটার হ্যান্ডেল থেকে রীতিমতো ঘোষণা করে দেওয়া হয়েছে, আইপ্যাকের সঙ্গে তৃণমূলের যে বিবাদের কথা বলা হচ্ছে, তার কোন ভিত্তি নেই, কোন তথ্য নির্ভর নয়, পুরোটাই গুজব। স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দল হিসেবে কাজ করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আগামী দিনের পারস্পরিক সহযোগিতা বজায় থাকবে অবশ্যই। প্রসঙ্গত আইপ্যাকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক আজকের নয়, দীর্ঘদিনের। 2019 এর লোকসভা নির্বাচনের পর প্রশান্ত কিশোরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরে অভাবনীয় পরিবর্তন আসে তৃণমূল শিবিরে। 2019 এর লোকসভা নির্বাচনে যেখানে খারাপ ফলাফল নজর কেড়েছিল, ঠিক সেখানে দাঁড়িয়ে 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের অভাবনীয় সাফল্য আসে।

আর এর পেছনে প্রশান্ত কিশোরের মস্তিষ্ক যে বিরাট ভূমিকা পালন করেছে সে ব্যাপারে কোন সন্দেহ নেই রাজনৈতিক বিশেষজ্ঞদের। তৃণমূলের জাতীয় স্তরেও সংগঠন বৃদ্ধির ক্ষেত্রেও প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত চিন্তাভাবনা রয়েছে বলেই মনে করছেন অনেকে। সেই জায়গা থেকেই আইপ্যাকের সঙ্গে তৃণমূলের বিচ্ছেদের খবর অনেককেই খুশি করতে পারেনি। তবে রাজ্যের শাসকদলের বক্তব্য আসার পর হাঁফ ছেড়েছেন রাজনৈতিক মহলের অনেকেই। কার্যত আগামী দিনে আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সুসম্পর্ক যে বজায় থাকছে সে ব্যাপারে আপাতত নিশ্চিত থাকাই যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!