এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল কি অতীত? ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেওয়া নেতার সঙ্গে শুভেন্দুর ফোনালাপ ঘিরে জল্পনা

তৃণমূল কি অতীত? ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেওয়া নেতার সঙ্গে শুভেন্দুর ফোনালাপ ঘিরে জল্পনা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন জল্পনা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছিল, ঠিক তখনই তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার মতো সিদ্ধান্ত নিয়ে নেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। তবে একাংশ মনে করেছিলেন, মিহির বাবু এখনই তৃনমূল ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দলে যাবেন না। বরঞ্চ শুভেন্দু অধিকারী কোন পথে পা বাড়ান, তা দেখেই তিনি পরবর্তী সিদ্ধান্ত নিতে পারেন।

তবে এই জল্পনা চলার সময় হঠাৎ করেই বিজেপির সদরদপ্তরে উপস্থিত হয়ে গেরুয়া শিবিরে নাম লেখান দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের এই সৈনিক। বর্তমানে শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা আরও বাড়তে শুরু করেছে। খুব তাড়াতাড়ি তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন বলে মনে করছেন একাংশ। আর এই পরিস্থিতিতে জল্পনাকে বাড়িয়ে দিয়ে কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখানো সেই মিহির গোস্বামী ফোন করলেন শুভেন্দু অধিকারীকে। যার ফলে একাংশ মনে করছেন, তাহলে কি বিজেপিতে শুভেন্দু অধিকারীর যোগদানের জন্য তাকে আহ্বান জানালেন মিহির গোস্বামী! আর তাই তাকে এদিন ফোন করলেন তিনি?

জানা গেছে, প্রায় কুড়ি মিনিট এই দুই নেতার মধ্যে কথাবার্তা হয়েছে। তবে এই দুই নেতার মধ্যে শুধুমাত্র সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে, তা মানতে নারাজ বিশেষজ্ঞরা। কেননা কিছুদিন আগেই একজন বিজেপিতে যোগদান করেছেন। আর বর্তমানে যাকে নিয়ে জল্পনা চলছে, সেই শুভেন্দু অধিকারী কি করবেন, তা বুঝতে পারছেন না কেউ। তবে তিনি তৃণমূল কংগ্রেসের সাথে যে আর থাকবেন না, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ।

তাই এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীকে বিজেপি যদি নিজেদের দিকে নিয়ে আসতে পারে, তাহলে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি অনেকটাই লাভবান হবে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। সেদিক থেকে এই দুই নেতার মধ্যে ফোনালাপ নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠল বিশেষজ্ঞদের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কি আলোচনা হয়েছে তাদের মধ্যে? এদিন এই প্রসঙ্গে মিহির গোস্বামী বলেন, “শুভেন্দুর বাবা শিশির অধিকারী সম্পর্কে আমার কাকাবাবু হন। তার সঙ্গে দীর্ঘ 35 বছরের সম্পর্ক। অধিকারী পরিবারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের জন্য শুভেন্দুকে সন্ধ্যায় ফোন করেছিলাম। আমি যে বিজেপিতে যোগ দিয়েছি, সেকথা বললাম। এছাড়া অন্য অনেক আলোচনা হয়েছে। তবে রাজনৈতিক বিষয়ে তেমন কিছু আলোচনা হয়নি।”

কিন্তু শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন টালমাটাল পরিস্থিতি এবং তিনি যখন কিছুদিন আগে বিজেপিতে যোগ দিলেন, তখন তাদের মধ্যে রাজনৈতিক কথাবার্তা হবে না, এটা বিশ্বাস করছেন না কেউই। সকলেই বলছেন, আসলে শুভেন্দু অধিকারী যদি কোনো সিদ্ধান্ত নেন তৃণমূল ত্যাগের, তাহলে তিনি যেন বিজেপিতে যোগদান করেন, সেই কথা পাকাপাকি ভাবে বলে রাখতেই তাকে এদিন ফোন করেছিলেন মিহির গোস্বামী।

যদিও বা সবটাই জল্পনার পর্যায়ে রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিহির গোস্বামীর এই ফোনালাপ যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বঙ্গ রাজনীতিতে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!