এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > অনুব্রত-গড়ে পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির নিল বড়সড় পদক্ষেপ, তবুও ক্ষোভের আঁচ স্পষ্ট!

অনুব্রত-গড়ে পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির নিল বড়সড় পদক্ষেপ, তবুও ক্ষোভের আঁচ স্পষ্ট!

সামনেই পৌরসভা নির্বাচন। আর তার আগে দলের সংগঠনকে শক্তিশালী করতে গেলে যে কমিটি গঠন করা অত্যন্ত জরুরি, তা বুঝতে পেরেছে বিজেপি নেতৃত্ব। আর তাই বিন্দুমাত্র দেরী না করে তৃণমূলের শক্ত ঘাঁটি বীরভূমে জেলা কমিটি গঠন করল গেরুয়া শিবির। তবে আশ্চর্যজনকভাবে বিজেপির বীরভূম জেলা কমিটিতে 45 জনের নাম ঘোষণা করায় এখন নানা মহলে তৈরি হয়েছে বিতর্ক।

জানা যায়, এদিন দুপুরে বীরভূমের সিউড়ির ডাঙ্গালপাড়া জেলা কার্যালয়ে জেলা কমিটির সভাপতি শ্যামাপদ মন্ডল প্রাক্তন সভাপতি সুকুমার দাস এবং নির্মল চন্দ্র মণ্ডল সাংবাদিক সম্মেলন করে 45 জন জেলা কমিটির সদস্যের নাম ঘোষণা করেন। কিন্তু একাংশের দাবি, প্রথমে ঠিক ছিল জেলা কমিটিতে 91 জন সদস্য থাকবেন। কিন্তু বৃহস্পতিবার সেখানে 45 জনের নাম ঘোষণা করা হল।

আর এত কম সদস্য সংখ্যা ঘোষণা হতেই এখন বিজেপির নানা কর্মীদের মনে তৈরি হয়েছে হতাশা। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, অতীতে বুথ সভাপতি, মন্ডল সভাপতি এবং জেলা সভাপতি নির্বাচনের সময়ে বীরভূম জেলা বিজেপির অন্দরে প্রবল দ্বন্দ্ব লক্ষ্য করা গিয়েছিল। এমনকি সেই দ্বন্দ্বের আঁচ পৌঁছে গিয়েছিল রাজ্য বিজেপির কার্যালয়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এবার বিজেপির জেলা কমিটি গঠনেও, মৃদু দ্বন্দ্বের আভাস পাচ্ছে গেরুয়া শিবিরের নেতৃত্বরা। ইতিমধ্যেই জেলা বিজেপির কমিটিতে যে 45 জনের নাম রাখা হয়েছে, তা নিয়ে আপত্তি তুলতে শুরু করেছেন অনেকেই। একাংশের দাবি, অনেক যোগ্য মুখ থাকা সত্ত্বেও, তাদের বাদ দিয়ে এই সমস্ত ব্যক্তিদের জেলা কমিটিতে রাখা হয়েছে। তবে এই ব্যাপারে বিজেপির জেলা নেতৃত্ব অবশ্য বলছেন, পারফরম্যান্স বিচার করেই জেলা কমিটিতে এই সমস্ত ব্যক্তিত্বদের আনা হয়েছে।

কিন্তু পাকাপাকিভাবে 91 জনের নাম কেন ঘোষণা করা হল না! বিজেপি জেলা নেতৃত্বের অনেকের দাবি, এখন সেই সমস্ত নামগুলো ঘোষণা করলে দলের অন্দরে বিক্ষোভের সম্ভাবনা ছিল। তাই সাময়িকভাবে কিছু নাম ঘোষণা করে, পরবর্তীতে বাকি নামগুলো ঘোষণা করা হবে। জানা গেছে, নতুন এই কমিটিতে কুড়ি জনকে বিশেষ পদাধিকারী, দশজন আমন্ত্রিত পদাধিকারী, 15 জন বিশেষ সদস্য এবং আটজন সহ-সভাপতি, তিনজন সাধারণ সম্পাদক ও সাতজন সম্পাদক করা হয়েছে।

তবে সম্পূর্ণরূপে জেলা কমিটি ঘোষণা না হওয়ায়, এখন নানা মহলে তৈরি হয়েছে বিভ্রান্তি। এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল বলেন, “প্রাক্তন সভাপতিরা পদাধিকারবলে সমস্ত কর্মসূচিতে ডাক পাবেন। তবে তাদের নাম জেলা কমিটিতে রাখা হয়নি। 91 জনের মধ্যে বাকি তালিকায় অনেকেই জায়গা পাবেন। তারপর বলা যাবে, কারা বাদ গেলেন।”

তবে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা না হলেও, জেলা কমিটির যে তালিকা প্রকাশিত হয়েছে, তা দেখে বিজেপির অনেক নেতা, কর্মীরাই সন্তুষ্ট নন। এখন পরবর্তী ক্ষেত্রে এই কমিটিতে বিজেপি নেতৃত্ব কর্মীদের মানভঞ্জন করতে কি পদক্ষেপ নেয়! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!