এখন পড়ছেন
হোম > রাজনীতি > বকেয়া পুরভোটের প্রস্তুতি, কমিশনকে তলব করলেন রাজ্যপাল!

বকেয়া পুরভোটের প্রস্তুতি, কমিশনকে তলব করলেন রাজ্যপাল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কলকাতা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরেই রাজ্যের বাকি বকেয়া থাকা পৌরসভাগুলোর নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সেই ব্যাপারে তৈরি হয়েছে প্রশ্ন। আর এর মাঝেই আদালতে কবে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই ব্যাপারে নিজেদের ভাবনার কথা জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। যেখানে 22 জানুয়ারি বাকি কর্পোরেশনগুলোর নির্বাচন এবং আগামী 27 ফেব্রুয়ারি সমস্ত পৌরসভার নির্বাচন হবে বলে জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে, রাজ্যের বকেয়া থাকা পৌরসভাগুলোর ভোট কবে হতে চলেছে। আর তার মাঝেই এবার এই ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনকে রাজভবনে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ একটি টুইট করেন রাজ্যপাল। যেখানে রাজ্য নির্বাচন কমিশনকে ডাকা হয়েছে বলে জানিয়ে দেন তিনি। জানা গিয়েছে যে, আজ বিকেল সাড়ে চারটার সময় রাজভবনে যাবেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। মূলত, বকেয়া থাকা পৌরসভা ভোটগুলোর ব্যাপারে কিভাবে প্রস্তুতি নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন, সেই বিষয়ে জানতেই তাকে রাজভবনে তলব করেছেন রাজ্যপাল। বলা বাহুল্য, এর আগেও কলকাতা পৌরসভার নির্বাচন নিয়ে একাধিকবার রাজ্য নির্বাচন কমিশনকে তলব করেছিলেন রাজ্যপাল। আর এবার বকেয়া পৌরসভা ভোটগুলোর ব্যাপারে ফের সক্রিয় হয়ে উঠলো রাজভবন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!