এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির জয় শ্রী রামের পাল্টা কি দিতে হবে, অভিনব সাজেশন দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জেনে নিন

বিজেপির জয় শ্রী রামের পাল্টা কি দিতে হবে, অভিনব সাজেশন দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জেনে নিন

লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের 42 টি আসনের মধ্যে 42 টি আসনই দখল করার ডাক দিয়েছিলেন। কিন্তু ফলাফল প্রকাশে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে বিজেপি এরাজ্যে 18 টি আসন পেয়ে 22 টি আসন পাওয়া ঘাসফুল শিবিরের ঘাড়ে নিশ্বাস ফেলতে শুরু করেছে। আর তড়িৎ গতিতে বিজেপির এই উত্থানে এখন কিভাবে ভবিষ্যতে সংগঠনকে ঢেলে সাজিয়ে বিধানসভা নির্বাচনে জয় লাভ করা যাবে, সেই ব্যাপারে তৎপর হচ্ছে তৃণমূল।

বর্তমানে তৃণমূলের নেতাকর্মীদের দেখলেই জয় শ্রীরাম স্লোগান বলতে দেখা যাচ্ছে বিজেপি কর্মীদের। যে ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন আগেই স্বয়ং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উত্তেজিত হয়ে পড়েন।তাঁকে গালাগালি দিচ্ছেন বলেও দাবি করেন নেত্রী। এমনকি বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে তার পাল্টা জয় হিন্দ এবং জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য তৃণমূল কর্মীদের নির্দেশও দেন তিনি।

আর এই পরিস্থিতে এবার দক্ষিণ 24 পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নরেন্দ্রপুর জয়হিন্দ অডিটোরিয়ামে এক বর্ধিত কর্মীসভায় উপস্থিত হয়ে বিজেপির জয় শ্রী রামের পাল্টা কি স্লোগান দিতে হবে, তা নির্ধারণ করে দিলেন তৃণমূল যুবর সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বস্তুত, বর্তমানে রাজ্যের প্রতিটি জেলায় তৃণমূলের জনসংযোগ কর্মসূচি চলছে। যার মূল উদ্দেশ্যই হচ্ছে ইভিএম নয়’ ব্যালটে ভোট করতে হবে। আর এই শ্লোগানকে সামনে রেখেই এবারের একুশে জুলাইয়ের কর্মসূচির দিকে এগোচ্ছে তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার পরিপ্রেক্ষিতে দিন দক্ষিণ 24 পরগনায় উপস্থিত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “একুশে জুলাইকে সামনে রেখে আমরা জনসংযোগ যাত্রা গত 21 শে জুন শুভ সূচনা করেছি। মাথায় রাখবেন, মানুষকে নিয়ে, ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে ছাপাতে হবে। ইভিএম নয়’ ব্যালট চাই এটাই হচ্ছে আমাদের আগামী দিনের পথ চলার মূলমন্ত্র। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব।”

আর এরপরই বিজেপির জয় শ্রীরাম স্লোগানের পরিপ্রেক্ষিতে দলীয় কর্মীদের নির্দিষ্ট স্লোগান বেঁধে দেন তৃণমূল যুব সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, “কেউ জয় শ্রীরাম বললে আপনি তাকে মিষ্টি খাওয়ান। আর বলুন, রাম নাম সত্য হ্যায়।” আর এরপরই বিজেপি, বাম এবং কংগ্রেসকে এক করে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, “অনেকে বলছে যেখানে তৃণমূলের ভালো ফল হয়নি, সেখানে তৃণমূল নাকি কাজ করবে না! আমি একটা কথা সবাইকে জানিয়ে দিতে চাই, এটা 34 বছরের সিপিআইএমের সরকার না, যে লোকাল কমিটি, জোনাল কমিটিকে দিয়ে লিখিয়ে এনে তারপরে উন্নয়নের কাজ হবে। এটা মমতা ব্যানার্জির সরকার। এখানে সিপিএম, বিজেপি, কংগ্রেস, নির্দল সবাই উন্নয়নের স্বাদ পাবে। সকলের জন্য উন্নয়নের দ্বার খোলা রয়েছে।”

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এহেন বক্তব্য রাখলেও পাল্টা এই ব্যাপারে তৃণমূলকে খোঁচা দিয়েছে বিজেপি। তাদের দাবি, উন্নয়ন তো এখনো চুইয়ে চুইয়ে পড়ছে। আর সেই উন্নয়নের জেরেই এখন তৃণমূল ছেড়ে সকলে বিজেপিতে যোগ দিচ্ছে। আসলে তৃণমূল মানুষের উন্নয়নে নয়, নেতাদের উন্নয়নে বিশ্বাসী।

তবে বিরোধীরা যাই বলুন না কেন, বিরোধী দল বিজেপির জয় শ্রী রামের বিরুদ্ধে দলীয় কর্মীদের পাল্টা স্লোগান তৈরি করে দিয়ে এদিন ফের সকলকে লড়াইয়ের ময়দানে নামার জন্য আহ্বান জানালেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ পর্যন্ত দলীয় কর্মীরা এখন যুবরাজের ডাকে আদৌ সাড়া দেন কিনা, সেই দিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!