এখন পড়ছেন
হোম > জাতীয় > বড়োসড়ো সিদ্ধান্ত হাইকোর্টের-পদ খোয়ালেন একসাথে ১৮ জন বিধায়ক

বড়োসড়ো সিদ্ধান্ত হাইকোর্টের-পদ খোয়ালেন একসাথে ১৮ জন বিধায়ক

মাদ্রাজ হাইকোর্টের সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলল তামিলনাড়ু সরকার। জানা গেছে, একসাথে ১৮ জন বিধায়কের পদ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট। আর যার ফলে আপাতত মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীর সরকারই বহালতবিয়তে বজায় থাকছে। অন্যদিকে হাইকোর্টের এই রায় বড় মাপের ধাক্কা খেলো শশীকলা, টিটিভি দিনাকরণ শিবির।

কিন্তু কেন এরকম যুগান্তকারী রায় দিল হাইকোর্ট? জানা গেছে,জয়ললিতার মৃত্যুর পর কার্যত দু’ভাগে বিভক্ত হয়ে গেছে তার দল এআইএডিএমকে।একদিকে রয়েছেন মুখ্যমন্ত্রী পালানিস্বামী ও উপমুখ্যমন্ত্রী ও পনিরসেলভম। আর অপরদিকে রয়েছেন, প্রাক্তন পার্টি সুপ্রিমো ভিকে শাশিকলা এবং তার ভাইপো টিটিভি দিনাকরণ। এই মুহূর্তে দুর্নিতীর দায়ে অভিযুক্ত হয়ে জেলে রয়েছেন শশীকলা। তার অনুপস্থিতিতেই সরকার গড়ে তোলেন পালানি-পনির গোষ্ঠী। কিন্তু তা মানতে পারেননি শশীকলার ভাইপো দিনাকরণ।আর দিনাকারান শিবিরের সমর্থক এ 18 জন বিধায়ক রাজ্যপালের কাছে মুখ্য মন্ত্রীর অপসারণ চেয়ে চিঠি লেখেন। তাদের দাবি, দল হিসেবে এআইএডিএমকে প্রতি তাদের আস্থা থাকলেও, মুখ্যমন্ত্রীর প্রতি তাদের কোনো আস্থা নেই। এরপরই স্পিকার পি ধনপাল দল বিরোধী কাজের অভিযোগে ওই বিধায়কদের সাসপেন্ড করেন।ওই ১৮ জন বিধায়ক এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেও হাইকোর্ট স্পিকারের সিদ্ধান্তকেই বহাল রাখল।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এর কি এই মামলায় দুই রকম রায় দিয়েছিল মাদ্রাজ হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ।দুই জন বিচারপতি দুই রকম রায় পাবার পরই একরকম বাধ্য হয়েই সুপ্রিম কোর্ট তৃতীয় বিচারপতি নিয়োগ করেন এই মামলায়। আরে পার তিনজন বিচারপতির ডিভিশন বেঞ্চ সরকারের পক্ষে রায় দিল। আর এর ফলে স্বস্তি পেল সরকার কেননা ঐ তিনজন বিধায়কের বিধায়কপদ জারি থাকলে তারা যদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনত তবে সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা চরমভাবে ছিল।আর তাই কোর্টের এই রায়ে দলের অভ্যন্তরীণ বিবাদ বাড়লেও সরকারের স্থায়ীত্ব বাড়লো।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!