এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আসছে বিধানসভা ভোট, উন্নয়নের তুফান তুলতে অভিষেক-পার্থর দ্বায়িত্ব বদল মমতার, জানুন বিস্তারে

আসছে বিধানসভা ভোট, উন্নয়নের তুফান তুলতে অভিষেক-পার্থর দ্বায়িত্ব বদল মমতার, জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই আছে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনটি রাজ্যের শাসক দল তৃণমূল এর কাছে একটি প্রেস্টিজিয়াস ফাইট হয়ে উঠেছে। আবার এই নির্বাচনে উন্নয়ন যে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। উন্নয়নকে হাতিয়ার করেই আরো বেশি করে মানুষের কাছে পৌঁছোতে চাইছে রাজ্য সরকার। উন্নয়নকে হাতিয়ার করেই ভোটে বাজিমাত করতে প্রশাসনিক স্তরে একটা বিরাট রদবদল করা হলো। গতকাল সোমবার রাজ্যের প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদলের সম্মতি জানিয়ে এ বিষয়ে সিলমোহর দিল রাজ্য সরকার।

গতকাল সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করা হল। যে নির্দেশিকার মাধ্যমে রাজ্যের একাধিক জেলার জেলা শাসকের বদল ঘটানো হলো। প্রশাসনিক সূত্রে অবশ্য এই ঘটনাকে নিয়মমাফিক বদলি বলে দাবি করা হয়েছে। তবে, এই বদলকে আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন অনেকে।

উত্তর ২৪ পরগনার নতুন জেলাশাসক করা করা হল রাজ্য শিল্পোন্নয়ন নিগমের এক্সিকিউটিভ ডিরেক্টর সুমিত গুপ্তকে। উত্তর ২৪ পরগনা জেলার বর্তমান জেলাশাসক চৈতালি চক্রবর্তীকে স্বরাষ্ট্র দপ্তরের বিশেষ সচিব করা হলো। অন্যদিকে, পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতীকে করা হলো বীরভূমের জেলাশাসক। আবার বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারাকে জলপাইগুড়ির জেলাশাসক করা হলো। জলপাইগুড়ির বর্তমান জেলাশাসক অভিষেক তেওয়ারিকে উচ্চ শিক্ষা দপ্তরের যুগ্মসচিব পদে আনা হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার উত্তর ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলা শাসক এনাউর রহমানকে পূর্ব বর্ধমানের জেলাশাসক করা হলো। দার্জিলিংয়ের জেলাশাসক পোন্নমবলম এসকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মুখ্য সচিব করা হলো। নদীয়ার জেলাশাসক বিভু গোয়েলকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক করা হলো। পূর্ব মেদিনীপুরের বর্তমান জেলাশাসক পার্থ ঘোষকে করা হলো নদীয়া জেলার জেলাশাসক। অভিজিৎ মুখোপাধ্যায়কে পুরুলিয়ার জেলাশাসক করা হলো। পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদারকে মুখ্যমন্ত্রীর দপ্তরের যুগ্মসচিব করা হলো। মূলত এই ব্যাপক বদল যে 2021 এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে করা হয়েছে সে ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞ মহল।

এর সঙ্গে সঙ্গেই, গতকাল সচিবালয়ের বেশকিছু আইএএস অফিসারেরও দায়িত্ব বদল করা হলো। গতকাল প্রশাসনের রদবদলকে প্রশাসনের পক্ষ থেকে নিয়মমাফিক বলা হলেও, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন স্থানে স্থানে উন্নয়নের তুফান তুলতেই এই রদবদল করা হলো। কারণ উন্নয়নের ওপর ভর করেই ভোট বৈতরণী পার করার চেষ্টা আছে রাজ্য সরকারের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!