এখন পড়ছেন
হোম > জাতীয় > আরএসএসের অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায়, কি প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের?

আরএসএসের অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায়, কি প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের?


এই মুহূর্তে জাতীয় রাজনীতির সব থেকে চাঞ্চল্যকর ঘটনা নাগপুরে স্বয়ংসেবকদের সমাবর্তন অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কে আমন্ত্রন, এবং সেই আমন্ত্রন কে সম্মান জানিয়ে তাঁর সেই অনুষ্ঠানে উপস্থিতি সহ ভাষণ দেওয়া প্রসঙ্গ । ইতিমধ্যে এই নিয়ে সরব হয়েছিল সবাই এবার aঅবশেষে সরব হলো পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বললেন, ”এটা না করলেই পারতেন তিনি।” একইদিনে  সোনিয়া গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা আহমেদ পটেলও সোস্যাল মিডিয়ায় লিখলেন,”এটা প্রণবদার থেকে প্রত্যাশা করিনি।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ওরাজ্যের শিক্ষামন্ত্রী এদিন নিজের প্রতিক্রিয়া জানিয়ে আরোও বললেন, “বিভিন্ন মন্ত্রক থেকে রাষ্ট্রপতির পদ সামলেছেন প্রণব মুখোপাধ্যায়। সারা ভারতকে ধর্মের ভিত্তিতে খণ্ডিত করতে চাইছে ওরা। আর এই কাজে যে সংগঠন মুখ্য ভূমিকা নিয়েছে, তাদের অনুষ্ঠানেই হাজির হচ্ছেন প্রণব মুখোপাধ্যায়। আমি স্তম্ভিত, মর্মাহত। এই কাজটা না করলেই পারতেন।”  বাবার এই সিদ্ধান্তে রীতিমতো স্তম্ভিত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। অত্যন্ত দ্বিধাগ্রস্ত হয়েই তিনি সোস্যাল মিডিয়ায় তাঁর বাবা প্রণব মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে লিখলেন ,”নাগপুরে গিয়ে বিজেপি ও আরএসএস-কে গুজব ছড়ানোর সুযোগ করে দিয়েছেন প্রণব মুখোপাধ্যায়। এটা সবে শুরু। আশা করি, বিজেপির নোংরা খেলা বুঝতে পেরেছেন প্রণব মুখোপাধ্যায়। এমনকি আরএসএসও বিশ্বাস করতে পারেনি, তাদের মাঝে বক্তব্য রাখবেন আপনি। লোকে কথা ভুলে যাবে কিন্তু ছবি থেকে যাবে।” যদিও  এই পর্যন্ত জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়নি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!