এখন পড়ছেন
হোম > রাজ্য > আরেকটি মহামূল্যবাণ রত্ন যোগ শিক্ষামন্ত্রীর রাজনৈতিক মুকুটে

আরেকটি মহামূল্যবাণ রত্ন যোগ শিক্ষামন্ত্রীর রাজনৈতিক মুকুটে

মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভূয়সী প্রশংসায় মুখর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রবস্থা থেকেই পার্থবাবু দক্ষিণপহ্নী। পেশাসুবাদে বিখ্যাত বেসরকারি সংস্থার মানব সম্পদ আধিকারিকের দায়িত্ব পালন করেছেন দক্ষতার সাথে। এর পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেস প্রতিঠা করার সময় ও পার্থ বাবুর সক্রিয় ভূমিকা লক্ষ্যণীয়। বিধানসভা নিজের আয়ত্বে রাখার ব্যাপারে পার্থ বাবুর গুরুত্ব অনস্বীকার্য। এরপর ২০১১ তে তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পর শিল্প মন্ত্রকের দায়িত্ব পান পার্থবাবু। পরে তথ্য-প্রযুক্তি মন্ত্রক সামলে বর্তমানে তিনি রাজ্যের শিক্ষা ও পরিষদীয় মন্ত্রী। আর বর্তমানে তিনি দলের মহাসচিব। পরিষদীয় মন্ত্রকের দ্বায়িত্ব তাঁর হাতে থাকার সুবাদে তৃণমূলের ‘বিধানসভা টিম’ সামলানোর অনেকটা দায়িত্বই তাঁর ওপর স্বাভাবিকভাবেই বর্তায়। আর এত কিছুর পর যখন আজ স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে পার্থ বাবুর প্রশংসা করলেন সাংবাদিক সম্মেলনে , তখন নিঃসন্দেহে ই পার্থ বাবুর রাজনৈতিক মুকুটে আরেকটি মহামূল্যবাণ রত্ন যোগ হলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!