এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্য সভাপতি সুব্রত বক্সির দাবীকে মিথ্যা প্রমান করে ফের তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব

রাজ্য সভাপতি সুব্রত বক্সির দাবীকে মিথ্যা প্রমান করে ফের তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব


মঙ্গলবার কোচবিহারে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের সাধারণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি । সুব্রত বাবু তাঁর ভাষণে দাবি করেন , কোচবিহারে তৃণমূল দলের মধ্যে কোনো ও গোষ্ঠী দ্বন্দ নেই । এই ঘটনার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই কোচবিহারের এক নম্বর ব্লকের চান্দামারী ৪/৬৯ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের বুথ কমিটির বৈঠক চলাকালীন তৃণমূল দলের অপর এক গোষ্ঠীর হামলার সাক্ষী হয়ে রইল এলাকাবাসী। জানা যাচ্ছে এই ঘটনায় তৃণমূল কংগ্রেস কর্মী গুলির আঘাতে আহত হয়েছেন অন্য এক তৃণমূল কর্মী। স্থানীয় সূত্রের খবর , বৈঠক চলাকালীন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা ক্ষুদিরাম সরকার ও কয়েক জন হামলা চালায়। তাঁরা সেখানে এলোপাথাড়ি গুলি চালায়, তাঁদের নিশানা ছিল চান্দামারী অঞ্চলের কার্যকারী সভাপতি বিকাশ মোদক। কাকা বিকাশ মোদককে রক্ষা করতে ভাইপো মিঠুন মোদক এগিয়ে এলে গুলিতে আহত হয় সে। তৃণমূল কংগ্রেস কোচবিহার ১ নম্বর ব্লক সভাপতি খোকন মিয়া অভিযোগ করে বলেন,” চান্দামারী অঞ্চল কার্যকারী সভাপতি বিকাশ মোদককে মারার উদ্দেশ্যেই ওই বৈঠকে হামলা চালায় অন্যদল থেকে তৃণমূল কংগ্রেসে আসা কিছু দুষ্কৃতী।” ঐসব দুষ্কৃতিকে অবিলম্বে গ্রেফতারের দাবি করেন তিনি। এদিকে আহত মিঠুন মোদক কে কোচবিহার এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর আঘাত সেইরকম গুরুতর নয় । জেলার পুলিশ সুপার ডঃ ভোলানাথ পাণ্ডে বলেন বিষয় টি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!