নোয়াপাড়া উপনির্বাচন: প্রিয়বন্ধু মিডিয়ার এক্সক্লুসিভ এক্সিট পোল বিশেষ খবর ভোটের সমীক্ষা রাজ্য January 31, 2018 ২০১৬ বিধানসভা নির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষের মৃত্যুতে নোয়াপাড়া বিধানসভায় উপনির্বাচন হয়ে গেল। এবার সেখানে চতুর্মুখি লড়াই হয়েছে। এই উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন – ১. তৃণমূল কংগ্রেসের সুনীল সিং ২. বিজেপির সন্দীপ ব্যানার্জী ৩. সিপিএমের গার্গী চ্যাটার্জী ৪. কংগ্রেসের গৌতম বোস আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ভোট পরবর্তীকালে আমাদের পর্যবেক্ষক দল নোয়াপাড়া ঘুরে নির্দিষ্ট কিছু প্রশ্নের ভিত্তিতে সেখানে হয়ে যাওয়া উপনির্বাচনে কি ফল হতে পারে তার একটা আভাস তুলে আনার চেষ্টা করেছে। নির্বাচনের আসল ফলাফল আগামীকাল ইভিএম খুললে জানা যাবে। আমাদের করা কিছু বিশেষ প্রশ্নের উত্তরের ভিত্তিতে নোয়াপাড়ার সম্ভাব্য ফলাফলের আভাস নিম্নরূপ – নোয়াপাড়া বিধানসভা নির্বাচনে সাম্ভাব্য ফলাফল – তৃণমূল কংগ্রেস – ৫৫% বামফ্রন্ট – ২২% বিজেপি – ১৮% কংগ্রেস – ৪% নোটা – ১% তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল সিং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বামফ্রন্ট প্রার্থী গার্গী চ্যাটার্জীকে ৬০,০০০ – ৭০,০০০ ভোটের ব্যবধানে হারাতে চলেছেন। আপনার মতামত জানান -