এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তৃণমূল শীর্ষনেতার বাড়িতে রাহুল সিনহার গোপন বৈঠক ঘিরে রাজনৈতিক গুঞ্জন

তৃণমূল শীর্ষনেতার বাড়িতে রাহুল সিনহার গোপন বৈঠক ঘিরে রাজনৈতিক গুঞ্জন

ইঁটের বদলা পাটকেল? মুকুল রায়ের বদলা রাহুল সিনহা? বঙ্গ রাজনীতিতে এখন সবথেকে বড় চর্চার বিষয় এটাই? বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বিজেপিতে মুকুল রায়ের অন্তর্ভুক্তিতে মোটেই খুশি নন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। তিনি বা তাঁর অনুগামীরা আপ্রাণ চেষ্টা করেছিলেন তা আটকাতে আর শেষমেশ তা না পেরে এবার সদলবলে দল ছাড়ার ভাবনায় আছেন তিনি।
এই গুঞ্জনের মাঝেই কলকাতার এক বাংলা ওয়েব পোর্টাল কাল দাবি করে, তৃণমূলের অন্যতম শীর্ষনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে রাহুল সিনহার এক গোপন বৈঠক হয়েছে। এই বৈঠক নাকি ছিল রাহুল বাবুর আসন্ন তৃণমূলে যোগদান প্রসঙ্গেই। শুধু রাহুলবাবুই নন, তাঁর ঘনিষ্ঠ আরেক বিজেপি সম্পাদক রীতেশ তিওয়ারিও ঘাসফুল শিবিরে যোগ দিতে চেয়ে দরবার করেছেন বলে ওই পোর্টালের দাবি। সুদীপ বাবুর বিদেশ সফরের আগেই এই দুই শীর্ষ বিজেপিনেতা তাঁর বাড়িতে গিয়ে তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন, এমনকি তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সাথেও এই নিয়ে কথা হয়। ওই পোর্টাল এমনও দাবী করেছে, রাজ্যের আসন্ন তিন উপনির্বাচনের আগেই জোড়াফুল শিবিরে দেখা যেতে পারে পদ্মফুলের পরিচিত এই দুই মুখকে। যদিও এই খবরের সত্যতা প্রিয়বন্ধু বাংলার তরফ থেকে যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণভাবে ওই পোর্টালে প্রকাশিত খবরের উপর ভিত্তি করে লেখা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!