এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুকুল রায়ের বিজেপি যাত্রায় ‘ভীত’ মুখ্যমন্ত্রী, দাবি অধীর চৌধুরীর

মুকুল রায়ের বিজেপি যাত্রায় ‘ভীত’ মুখ্যমন্ত্রী, দাবি অধীর চৌধুরীর

কার্যত ‘বোমা’ ফাটালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মুকুল রায়ের তৃণমূল কংগ্রেস পরিত্যাগ ও বিজেপিতে যোগদান প্রসঙ্গে মুখ খুললে তিনি এদিন কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন। তিনি স্বঘোষিত মমতা-বিরোধী বলেই পরিচিত, কিন্তু জাতীয় স্তরে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসছে সুতরাং তিনি এবার মমতা বিরোধিতায় পিছিয়ে আসবেন বলেই রাজনৈতিক মহলের ধারণা ছিল, কিন্তু এদিনের ‘বিস্ফোরণের’ পরে রাজনৈতিক গুঞ্জন তীব্রতর হয়েছে।
কি বললেন অধীরবাবু? এদিন দেগঙ্গায় দলীয় কর্মসূচিতে গিয়ে বলেন, এই প্রথম দিদি বলছেন, পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূল ভাঙাচ্ছে। তার মানে, দিদি ভয় পেয়েছেন! মুকুলের দল বদলের এই সিদ্ধান্তে তৃণমূলে বড় ভাঙন হবে। কারণ, দলের বিক্ষুব্ধরা মুকুলকে দেখে ভরসা পাবেন যে, দলনেত্রীর রক্তচক্ষু উপেক্ষা করেও বাঁচা যায়। এখন দেখার অধীরবাবুর এই ভবিষ্যৎবাণী কতটা ফলে, নাকি রাজনৈতিক গুঞ্জনকে মান্যতা দিয়ে নিজের বিজেপি যাত্রার পথ সুগম করতেই মুখ্যমন্ত্রীকে বিঁধে এই মুকুল বন্দনা?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!