‘বয়স্ক’ টিএমসিপি সভাপতিদের সরিয়েও ‘বিশেষ ব্যবস্থা’ শাসকদলে – জানুন বিস্তারিত রাজ্য August 23, 2018 কিছুদিন আগেই রাজ্যের শীর্ষনেতৃত্বের পক্ষ থেকে সতর্ক বার্তায় বলা হয়েছিল যে, “ছাত্ররাই ছাত্র রাজনীতি করবে।” কিন্তু তারপরেও একাধিক জেলায় 40 বছর পেরিয়ে যাওয়ার সত্তেও অনেকে তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি পদে বহাল ছিলেন। যেমন, পূর্ব মেদিনীপুরের তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি দীপক দাস। দলীয় সূত্রের খবর, 40 বছর পার হয়ে যাওয়া এই দীপক দাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দলের ভিতরেই তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। এবার সেই দীপক দাসকেই নিজের পদ থেকে সরিয়ে দিল তৃনমূল ছাত্র পরিষদ। গত মঙ্গলবার আগামী 28 আগষ্ট টিএমসিপির প্রতিষ্টা দিবসের প্রস্তুতি বৈঠক থেকে জেলার নতুন টিএমসিপি সভাপতি হিসাবে অন্বেষা জানার নাম ঘোষনা করেন জেলা তৃনমূলের কোর কমিটির আহ্বায়ক এবং বিধায়ক অর্ধেন্দু মাইতি। তবে হঠাৎ এই পরিবর্তনে হতবাক এই বৈঠকে উপস্থিত দলের নেতাকর্মীরাও। তবে সরিয়েও পুরোপুরি ভাবে সরানো গেল না এই দীপক ঘোষকে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে সূত্রের খবর, এই দীপক ঘোষকে জেলা ছাত্র সংগঠনের পর্যবেক্ষক করার পাশাপাশি জেলা তৃনমূলের সম্পাদকের পদেও বসানো হয়েছে। জানা গেছে, এই দীপক ঘোষ বিগত 15 বছর ধরে জেলা ছাত্র সংগঠনের সভাপতি পদে রয়েছেন। এদিন তাঁকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে সেই দীপক ঘোষ বলেন, “একদিন তো সরে যেতেই হবে। দল যা দ্বায়িত্ব দেবে তাই পালন করব।” তবে সরে গেলেও জেলার ছাত্র সংগঠনের পর্যবেক্ষক হিসাবে তাঁকে বসানোয় আদৌ সেই দীপক ঘোষের নির্দেশ ছাড়া নতুন সভাপতি অন্বেষা জানা কিভাবে চলবেন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই ব্যাপারে জেলা তৃনমূলের সভাপতি তথা সাংসদ শিশির অধিকারী কোনো মন্তব্য করতে না চাইলেও জেলা তৃনমূল ছাত্র পরিষদের নতুন সভাপতি অন্বেষা জানা বলেন, “সংগঠনের জন্মদিন 28 আগষ্ট। তারপর সবকিছু জানাব।” সব মিলিয়ে ছাত্র সংগঠনে প্রবীনদের সরিয়ে নবীনদের মুখ করতেই উদ্যোগী তৃনমূল ছাত্র পরিষদ। আপনার মতামত জানান -