এখন পড়ছেন
হোম > রাজ্য > মুকুলের খাসতালুকের দলীয় সংগঠন ধরে রাখতে তৃণমূলের নয়া কৌশল

মুকুলের খাসতালুকের দলীয় সংগঠন ধরে রাখতে তৃণমূলের নয়া কৌশল

তৃণমূলের একসময়ের ২ নম্বর মুকুল রায় এখন বিজেপিতে। একসময়ের দলের এই কাণ্ডারির খাসতালুকে ভক্তের সংখ্যাও খুব একটা কম নয়।এখন বিজেপিতে যোগ দিলেও তাঁর সাংগঠনিক ক্যারিশমা যে তেমন একটা কামে নি একথা স্বীকার করছেন দলের অনেকেই। আর তাই এবার মুকুল রায়ের খাসতালুকে দলীয় সংগঠন ধরে রাখতে সতর্কতা অবলম্বন করছে তৃণমূল।বিজেপিতে যোগ দিয়ে তেমন বড় কোনো ভাঙ্গন ধারাতে পারেন নি মুকুল রায় ক্কিন্তু জ্যোতিপ্রিয় ,অর্জুন সিংরা একটু বেশিই সতর্ক থাকছেন আর সেই মতো মুকুলের ডেরা কাঁচরাপাড়া ও হালিশহরের বিধায়কদের নজরে রাখছেন বলেই জানা গেছে। এই জন্যই মধ্যমগ্রামের দুই পুরসভার ৪৪ জন কাউন্সিলরকে জেলা তৃণমূল কার্যালয়ে তলব করে তাদের থেকে দলের প্রতি আনুগত্য ও দলবিরোধী কাজ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি আদায় করা হয়। পাশাপাশি জ্যোতিপ্রিয়, অর্জুন সিংরা কড়া ভাষায় জানান যে কোনও অবস্থাতেই দলবিরোধী কোনও কাজ বরদাস্ত করা হবে না। এছাড়া বৈঠকে কাউন্সিলরদের বক্তব্যও সোনা হয়। তাদের অভিযোগ শুনে তার উপযুক্ত ব্যাবস্থা নেবার কথাও বলা হয়েছে। যতদূর জানা যাচ্ছে যে কি কারণে এই বৈঠক ছিল তা আগে থাকে জানতেন না এই সমস্ত কাউন্সিলরল। এবং সমস্ত খবরই শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!