এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > দায়িত্ত্ব নিয়েই হাজার নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিলেন তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী

দায়িত্ত্ব নিয়েই হাজার নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিলেন তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী


জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেস বিধায়ক সৌরভ চক্রবর্তী সম্প্রতি জলপাইগুড়ি জেলার আইসিডিএস প্রকল্পের চেয়ারম্যান পদের দায়িত্ত্ব নেন। দায়িত্ত্ব নিয়েই তিনি জানান জেলার প্রায় হাজার খানেক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তিনি জানিয়েছেন, মহিলা এবং পুরুষ উভয়েই এই পদের জন্যে আবেদন জানাতে পারবেন। জেলায় প্রায় ৭ হাজার কর্মী রয়েছে অঙ্গনওয়াডি কেন্দ্রে, যাঁরা কেন্দ্রীয় সাহায্য পান। কিন্তু বর্তমানে এই জেলায় হাজারের বেশি শূন্যপদ রয়েছে। দীর্ঘদিন আইসিডিএস প্রকল্পের চেয়ারম্যান পদটি খালি ছিল, ফলে নিয়োগ থমকে ছিল। তাই দায়িত্ত্ব নিয়েই, জেলাশাসকের দফতরে আইসিডিএস কমিটির বৈঠক ডাকি, যেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক ছাড়াও একাধিক শীর্ষ সরকারি আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতেই নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়। স্বভাবতই সৌরভবাবুর এই সিদ্ধান্তে খুশির হাওয়া জেলা জুড়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!