সরকারি কর্মচারী ও ঘেউ ঘেউ: দেবাশিস শীল, আহ্বায়ক, সরকারি কর্মচারী পরিষদ, পশ্চিমবঙ্গ বিশেষ খবর রাজ্য February 20, 2018 গত ১৬ ই ফেব্রুয়ারী বকেয়া ডিএ ও ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অবিলম্বে প্রকাশ করার দাবিতে বিজেপি টিচার্স সেল ও বিজেপি প্রভাবিত সরকারি কর্মচারী পরিষদের সদস্যরা কুকুরের মুখোশ পরে এক অভিনব ‘ঘেউ ঘেউ’ প্রতিবাদ কর্মসূচি পালন করেন। ওই প্রতিবাদ কর্মসূচির অন্যতম পুরোধা সরকারি কর্মসূচি পরিষদের আহ্বায়ক দেবাশীষ শীলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যখন জানান রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৫৪% ডিএর মধ্যে মাত্র ১৫% এই জানুয়ারী মাস থেকে দেওয়া হবে তখন তিনি রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে নাম না করে বলেন ‘ঘেউ ঘেউ করবেন না’, অর্থাৎ বকলমে তিনি রাজ্য সরকারি কর্মচারীদের কুকুরের সঙ্গে তুলনা করেন। যা শুধু রাজ্য সরকারি কর্মচারীদেরই অপমান করা নয়, অপমান তাঁদের সমগ্র পরিবারবর্গ ও আত্মীয়-পরিজনকেও। আর তাই আমরা আমাদের ন্যায্য দাবির জন্য এই অভিনব ‘ঘেউ ঘেউ’ প্রতিবাদ কর্মসূচি নিই। এই কর্মসূচি বিপুলভাবে সাড়া পেয়েছে, সেদিন দলমত নির্বিশেষে বঞ্চিত রাজ্য সরকারি কর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। যদিও প্রতিবাদ কর্মসূচিতে স্বেচ্ছায় অংশগ্রহণ করতে চাওয়া বহু কর্মীকে বদলি বা ছাঁটাই করে দেওয়ার ভীতি প্রদর্শন করে আটকে দেওয়া হয়েছিল সেদিন বলে আমরা খবর পেয়েছি। কিন্তু মাননীয়া মুখ্যমন্ত্রী এই ভাবে দিনের পর দিন বঞ্চনা করে প্রতিবাদীদের তাঁদের ন্যায্য পাওনার দাবি আদায়ের আন্দোলন থেকে বিরত করতে পারবেন না। যাঁরা সেদিন এই প্রতিবাদ কর্মসূচিতে আসতে চেয়েও বদলি বা ছাঁটাই এর ভয়ে যোগদান করতে পারেননি, তাঁদের মধ্যে অনেকেই আমাদের সঙ্গে পরে যোগাযোগ করে এমন অভিনব কর্মসূচির জন্য অভিনন্দন জানিয়েছেন ও তাঁদের মানসিক সমর্থন আমাদের জানিয়েছেন। আমাদের কেন্দ্রীয় স্তরের শীর্ষ নেতৃত্ত্বও অনুধাবন করেছেন যে বর্তমান রাজ্য সরকার, রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে যা করছেন তা অন্যায়। আর তাই সবমিলিয়ে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার পরিকল্পনা আমাদের আছে। রাজ্য সরকারি কর্মচারীদের এই বঞ্চনার অবসান ঘটিয়ে তাঁদের ন্যায্য পাওনা তাঁদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন থেকে কোনো পরিস্থিতিতেই পিছিয়ে আসব না। এই প্রসঙ্গে তিনি তাঁর স্বরচিত একটি কবিতাও আমাদের হাতে তুলে দেন। আপনার মতামত জানান -