গুজরাটে গেরুয়া ঝড়ে উড়ে গেল বিরোধীরা, প্রাথমিক ধাক্কা সামলে স্বমহিমায় বিজেপি শিবির জাতীয় বিশেষ খবর February 19, 2018 সকাল দেখে দিনটা সবসময় ঠাহর করা যায় না। কিছুদিন আগেই গুজরাটের বিধানসভা নির্বাচনে হার্দিক-জিগনেশ-আল্পেশদের হাত ধরে রাহুল গান্ধী চরম লড়াই দিয়েছিলেন। সেই ‘কাঁটে কে টক্করে’ সংখ্যাগরিষ্ঠতার থেকে মাত্র ৭ টি আসন বেশি পেয়ে ক্ষমতায় ফেরে বিজেপি। কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্ত্বে তিন তরুণের এইভাবে গেরুয়া শিবিরকে কঠিন লড়াই দেওয়ায় অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই বলতে শুরু করেছিলেন যে আগামী লোকসভা নির্বাচনে চাপ বেড়ে গেল মোদী শিবিরের। পরবর্তীকালে বিভিন্ন জাতীয় টেলিভিশনের করা সমীক্ষায় দেখা গেছে বিজেপির ভোট বা আসনসংখ্যা কমলেও ২০১৯ এ ক্ষমতায় তারাই ফিরে আসতে চলেছে। সদ্য সামলে এল গুজরাটের ৭৫ টি পুরসভার ভোটের ফলাফল, আর তাতে দেখা গেল সকাল থেকেই কংগ্রেস বা অন্যান্য বিরোধীরা কড়া টক্কর দিলেও দিনের শেষে শেষ হাসি হাসল সেই গেরুয়া বাহিনীই। ২০১৩ সালের পুরসভা নির্বাচনে ৬০ টি পুরসভা বিজেপির দখলে থাকলেও এবার বিজেপিকে সন্তুষ্ট থাকতে হল ১৩ টি কম পুরসভার দখল নিয়েই, দিনের শেষে বিজেপির দখলে মোট ৪৭ টি পুরসভা থাকল। কিন্তু বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস তার খুব বেশি সুবিধা ওঠাতে পারল না। গতবারের প্রাপ্ত ১৩ টি পুরসভা থেকে ৩ টি বাড়িয়ে তাদের দখলে থাকা পুরসভার সংখ্যা দাঁড়াল ১৬ টি। অন্যদিকে ২০১৩ সালে অন্যান্যরা দখলে নিয়েছিল ২ টি পুরসভার, এবার তা ৪ টি বেড়ে দাঁড়াল ৬ টিতে। ত্রিশঙ্কু হয়েছে বাকি ৬ টা পুরসভা। গণনা চলাকালীন দুপুর ২:৩০ টা নাগাদ দেখা যায়, বেশ কঠিন লড়াই দিচ্ছে কংগ্রেস, সেই সময় বিজেপি এগিয়ে ছিল ৪৪ টি পুরসভায় অন্যদিকে কংগ্রেস এগিয়ে ছিল ২৭ টি পুরসভায় অন্যান্যরা ৪ টি পুরসভায়। কিন্তু দিনের শেষে সম্পূর্ণ ফলাফল প্রকাশিত হতেই দেখা গেল, ছবিটা সম্পূর্ণ অন্য, বেশ কিছু পুরসভা হাত থেকে বেরিয়ে গেলেও গুজরাটে নিজেদের আধিপত্য এখনো সম্পূর্ণভাবে ধরে রেখেছে গেরুয়া শিবির। যা সম্প্রতি হয়ে যাওয়া বিভিন্ন জাতীয় টেলিভিশনের করা জনমত সমীক্ষার সঙ্গে মিলে যাচ্ছে। একনজরে গুজরাট পুরসভার ফলাফল – মোট পুরসভা – ৭৫ বিজেপির দখলে – ৪৭ টি কংগ্রেসের দখলে – ১৬ টি অন্যান্যদের দখলে – ৬ টি ত্রিশঙ্কু পুরসভা মোট – ৬ টি আপনার মতামত জানান -