এখন পড়ছেন
হোম > জাতীয় > গুজরাটে বিজেপিকে আবার বড়সড় ধাক্কা দিল কংগ্রেস

গুজরাটে বিজেপিকে আবার বড়সড় ধাক্কা দিল কংগ্রেস


আজ চলছে গুজরাটের ৭৫ টি পুরভোটের গণনা। কিছুদিন আগেই গুজরাটের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘কাঁটে কি টক্কর’ হয়েছিল। রাহুল গান্ধীর নেতৃত্ত্বে কংগ্রেসের সেই ‘ঘুরে দাঁড়ানো’ যে নেহাতই কাকতলীয় ছিল না তা পুরনির্বাচনে আবার প্রমাণিত হয়ে গেল। ২০১৩ তে হওয়া পুরনির্বাচনের ফলাফল ছিল –

বিজেপি – ৬০
কংগ্রেস – ১৩
অন্যান্য – ২

কিন্তু ৫ বছর বাদে এই পুরনির্বাচনের ফলাফল (দুপুর ২:৩০ পর্যন্ত)

বিজেপি – ৪৪
কংগ্রেস – ২৭
অন্যান্য – ৪

অর্থাৎ বেশিরভাগ পুরসভা বিজেপির দখলে গেলেও গতবারের তুলনায় ১৬ টি পুরসভা তাদের হারাতে হয়েছে, অন্যদিকে বিজেপির ভোট গিয়ে পড়েছে সরাসরি কংগ্রেস ও অন্যান্যদের বাক্সে। কেননা ওই ১৬ টি পুরসভার মধ্যে ১৮ টিই গেছে কংগ্রেসের দখলে, অন্যদিকে অন্যান্যরা ছিনিয়ে নিয়েছে আরো দুটি। সবমিলিয়ে গুজরাটে বিজেপি নিজেদের আধিপত্য বজায় রাখলেও, তাদের ভোটব্যাঙ্কে ধ্বসের স্পষ্ট ছাপ, যা এ বছরে হতে চলা মধ্যপ্রদেশ ও রাজস্থান বিধানসভা নির্বাচনে তো বটেই ২০১৯ এর লোকসভা ভোটেও যথেষ্ট চাপে রাখবে বিজেপি নেতৃত্ত্বকে। অন্যদিকে এই ফলাফল কংগ্রেসকে সামনে রেখে অন্যান্য বিরোধীদের নিয়ে বৃহত্তর বিজেপি বিরোধী জোট গঠনের সম্ভাবনাকে আরো জোরালো করবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!