সিঙ্গুরে জমল না সভা ,অভিযোগের তীর দিলীপ মুকুলের দিকে রাজ্য February 19, 2018 গতকাল হুগলী জেলার সিঙ্গুরে জনসভার আয়োজন করে বিজেপি। সেখানেই হতাশ হতে হলো তাদের। পঞ্চায়েত নির্বাচনের আগে দলের শক্তি পরীক্ষায় ফেল করলো বিজেপি। সভায় উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়,বিশ্বপ্রিয় রায় চৌধুরী, জয় প্রকাশ মজুমদার, সুবীর নাগ সহ জেলা স্তরের একাধিক নেতা।কিন্তু বড় বড় নেতৃত্ব থাকা স্বত্তেও বিশাল মাঠের অনেকাংশ ছিল বেশ ফাঁকা। আর তাতে আবার গলায় কেন্দ্রীয় নেতার ছবি টাঙিয়ে মাতাল কর্মীর দাপাদাপিতে মুখ পুড়েছে জেলা বিজেপি নেতৃত্বর। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি আন্দোলন সিঙ্গুর থেকে শুরু হলেও এখন আর সিঙ্গুরের মানুষ মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখছেন না এবং সিঙ্গুর সহ সমগ্র হুগলী জেলায় সংগঠন বেড়েছে বলে দাবি করে বিজেপি নেতৃত্ব। তবে বিজেপি নেতাদের দাবি যে মানুষকে ভয় দেখিয়ে আস্তে দেওয়া হয়নি সভায়।কিন্তু অন্যদিকে কানাঘুঁষো শোনা যাচ্ছে যে সিঙ্গুরের সভা সফল না হওয়ার পিছনে দলের অন্তর্দ্বন্দ্ব রয়েছে।সুবীর নাগকে নাকি অনেকেই পছন্দ করে না। এই জল্পনাকে সম্পূর্ণ অস্বীকার করে বিজেপি রাজ্যস্তরের নেতাদের দিকেই আঙ্গুল তুলে জানিয়েছে যে,“সিঙ্গুরের সভায় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়ের মতো ব্যক্তিদের আসার কথা থাকলেও তাঁরা আসেননি। সেই কারণেই সভায় লোক কম হয়েছে।”কেননা অন্য জায়গায় দিলীপ ঘোষ, মুকুল রায় ,লকেট চট্টোপাধ্যায় শো বড় বড় নেতারা থাকেন বলে অনেক লোক হয়। তবে হাল ছাড়তে নারাজ হুগলী জেলা বিজেপির সম্পাদক সুরেশ সাউ। তাঁর কথায়, “জেলার প্রায় প্রতিটি বুথে গড়ে ১০ জন করে কর্মী রয়েছে। প্রায় সব মন্ডলেই আমাদের সক্রিয় কর্মী রয়েছে। পঞ্চায়েত নির্বাচনে আমাদের ফল ভালো হবেই।”আমগামী দিনে কি হয় তা আগামীদিনই বলবে। আপনার মতামত জানান -