এখন পড়ছেন
হোম > জাতীয় > বদলে গেল বিজেপির বঙ্গের রথযাত্রার সূচি, থাকছে জোড়া চমক

বদলে গেল বিজেপির বঙ্গের রথযাত্রার সূচি, থাকছে জোড়া চমক


লোকসভা ভোটে তৃণমূল মোকাবিকায় এবং নিজেদের প্রচার কর্মসূচি জোরদার করতে রাজ্যের তিনটি প্রান্ত থেকে রথযাত্রার পরিকল্পনার কথা আগেই ঘোষণা করেছে রাজ্যবিজেপি। তারাপীঠ,কোচবিহার এবং সাগর থেকে যাত্রা শুরু করে ৪২ টি লোকসভা কেন্দ্র ছুঁয়ে যাবে তিনটি রথ। গনতন্ত্র বাঁচাও যাত্রার মাধ্যমে প্রচার চলবে মোদী সরকারের সাফল্যের,পাশাপাশি চলবে তৃণমূল কংগ্রেসের ত্রুটিগুলো তুলে ধরার কাজ। এই কর্মসূচির নেতৃত্ব দেবেন বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ,উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। এবং রথযাত্রার সমাপ্তি হবে বিগ্রেড প্যারেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় বক্তৃতা দানের মাধ্যমে। এই পরিকল্পনায় কোনো বদল আনেননি দিলীপ ঘোষ-মুকুল রায়েরা। তবে পরিবর্তন আনা হয়েছে রথযাত্রার সূচনার দিনটিতে। ৩ ডিসেম্বের বদলে ৫ ডিসেম্বর শুরু হতে চলেছে পদ্মশিবিরের এই রথযাত্রার কর্মসূচি।

এদিন রাজ্য বিজেপির প্রথম সারির নেতৃত্বরা বৈঠকে বসেই এই দিন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন তিন কেন্দ্রীয় শীর্ষনেতা, শিব প্রকাশ, অরবিন্দ মেনন ও সুরেশ পূজারি। এছাড়া উপস্থিত ছিলেন, রাজ্য বিজেপির নেতা মুকুল রায়, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা-সহ অন্যান্য নেতৃত্বরা।

 

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

৫ ডিসেম্বর তারাপীঠ থেকে রথযাত্রার শুভ সূচনা করবেন জাতীয় বিজেপি সুপ্রিমো অমিত শাহ। এরপর ৭ ডিসেম্বর কোচবিহার এবং ৯ ডিসেম্বর সাগর থেকে রথযাত্রার সূচনা করা হবে। এরপর বছর ঘুরে ২৯ জানুয়ারী থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে বিগ্রেডে বড় জনসভার কর্মসূচি করবেন প্রধানমন্ত্রী। প্রথমে ঠিক ছিল বিগ্রেডে বিজেপির জনসভা হবে ২৩ জানুয়ারী। এমনটাই তৃণমূলের ২১ জুলাই -এর শহীদ দিবসের দিন ঘোষণা করেছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। পরে সভার দিন এগিয়ে নিয়ে এসে ৯ জানুয়ারী করা হয়। কিন্তু প্রধানমন্ত্রীর ব্যস্ততার কথা মাথায় রেখে ফের পরিবর্তন করা হল সময়সূচি। এই দিন পরিবর্তনের জেরে আবার নতুন করে কর্মসূচী নিয়ে আলোচনা শুরু হয়েছে দলীয় অন্দরে। আসন্ন লোকসভা ভোটের প্রচার কর্মসূচীকে পাখির চোখ করে আপাতত রথযাত্রার দিনক্ষণ পরিবর্তন নিয়ে জোর চর্চা চলছে পদ্মশিবির নেতৃত্বদের মধ্যে, এমনটাই জানা গিয়েছে বিজেপি সূত্রের খবর থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!