এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা দ্বিতীয় ঢেউয়ের পর স্কুল খোলার ব্যাপারে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে? জেনে নিন

করোনা দ্বিতীয় ঢেউয়ের পর স্কুল খোলার ব্যাপারে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার প্রথম ঢেউয়ের ধাক্কাতেই বন্ধ হয়ে গিয়েছিল দেশের সমস্ত স্কুল-কলেজ। সমস্ত পরীক্ষা বাতিল হয়ে যায় যথারীতি। দীর্ঘদিন যাবত ঘরে বসে পড়ুয়ারা মানসিকভাবে অস্থির হয়ে উঠছে বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে দ্বিতীয় ঢেউ যখন অনেকটা স্থিমিত, তখন প্রশ্ন উঠেছে, স্কুল-কলেজ কি আদৌ খুলবে?

ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ আসার কথা শোনা যাচ্ছে। এবং তৃতীয় ঢেউ শিশুদের যে আক্রান্ত করবে সে কথা এতদিনে সবার জানা। এই পরিস্থিতিতে স্কুল কবে খোলা হবে তাই নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে কিছুটা আভাস দেওয়া হয়েছে।

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে ডক্টর ভি. কে পাল জানিয়েছেন, খুব তাড়াতাড়ি স্কুল-কলেজ শুরু হতে চলেছে। তবে তিনি জানান, বিদেশেও বহু জায়গায় স্কুল-কলেজ খোলার পর নতুন করে করোনা শুরু হওয়ায় তড়িঘড়ি সব বন্ধ করে দিতে হয়েছে।

এ দেশে যাতে সে রকম পরিস্থিতি না হয়, তার জন্যই সময় নিয়ে স্কুল খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে সেক্ষেত্রে দেশের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের টিকাকরণ বাধ্যতামূলক করা হচ্ছে। এ প্রসঙ্গে ভি. কে পাল আরো জানিয়েছেন, করোনা শিশুদের ওপর কতটা প্রভাব ফেলছে তা নিয়ে কিন্তু সন্দেহ থাকছে। অনেকেই হার্ড ইমিউনিটির কথা বলছেন, সেটাও কিন্তু প্রমাণিত নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে নতুন খবর হলো, তৃতীয় ওয়েভে বেশির ভাগ শিশু সুরক্ষিত থাকবে করোনার হাত থেকে। আর এই তথ্য দিচ্ছে বিস্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু করোনা ভাইরাস বরাবরই নিজের চরিত্র বদল করে একেকটি ওয়েভ তৈরি করে। এবারেও কি চরিত্র বদল করে কোন ভয়ঙ্কর রূপ নিয়ে তৃতীয় ওয়েভে ফিরে আসছে তা অবশ্য জানা নেই কারোর। সেক্ষেত্রে শিশুদের ব্যাপারে ঝুঁকি নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। অন্যদিকে আগে বিশেষজ্ঞরা বলেছিলেন, করোনার তৃতীয় ঢেউ সবথেকে বেশি সংক্রামিত করবে শিশুদের।

কিন্তু বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমেদাবাদ আইআইটির সাম্প্রতিক গবেষণা থেকে জানা যাচ্ছে, শিশুদের শরীরে স্বাভাবিকভাবেই করোনার প্রতিরোধক্ষমতা তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং তৃতীয় ঢেউ  আঘাত শিশুদের শরীরে সেভাবে খেলবে না বলেই মনে করা হচ্ছে প্রভাব ফেলবে না বলে মনে করা হচ্ছে। কিন্তু সাবধানতা ও সুরক্ষার বিধি মেনে চলা অত্যন্ত জরুরি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে দেশের আগামী করোনা পরিস্থিতি কি হতে চলেছে তা এখনো অজানা। এই পরিস্থিতিতে স্কুল কলেজ খোলার ব্যাপারে আরো বেশ কিছুদিন যে সময় যাবে, সে ব্যাপারে নিশ্চিত থাকা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!