এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুর্নীতি বরদাস্ত নয়, জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী! দিলেন সতর্কবার্তা!

দুর্নীতি বরদাস্ত নয়, জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী! দিলেন সতর্কবার্তা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এর আগে একাধিকবার ফেসবুকে ভিডিও করে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেছে কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। যা নিয়ে দলীয় স্তরে নানা কথা হয়েছে। দলের একজন পদাধিকারী এবং সাংসদ হয়ে কেন দলের পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রকাশ্যে সরব হলেন মহুয়াদেবী, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কিন্তু তা সত্ত্বেও তিনি চুপ করে থাকেননি। আর এবার প্রশান্ত কিশোরের টিমের উদ্যোগে “ইয়ুথ ইন পলিটিক্স” অনুষ্ঠানে যোগ দিয়ে ফের আরও একবার দুর্নীতি নিয়ে সকলকে সতর্ক করে দিলেন নদীয়া জেলা তৃণমূলের সভানেত্রী তথা সাংসদ মহুয়া মৈত্র।

শিলচর খবর রবিবার কৃষ্ণনগরে ইয়ুথ ইন পলিটিক্স এ যোগদান তৃণমূলের এই হেভিওয়েট নেত্রী আর সেখানেই দলের সকল স্তরের নেতাকর্মীদের কিভাবে আগামী দিনের পথ চলতে হবে, তার কথা তুলে ধরেন মহুয়াদেবী। তিনি বলেন, “দলের ক্যাডারদের সঙ্গে যেন খারাপ ব্যবহার করা না হয়। কারন একটা বুথে যদি দশজন ভালো ক্যাডার থাকেন, তবে সেই বুথে দল কখনই হারবে না। আমি যতদিন জেলায় দলের সভাপতি আছি, এখানে কোনো দুর্নীতি সহ্য করব না। দলের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাকে দলে রাখা হবে না। এটাই তৃণমূলের নীতি। আর দলের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আমি যখন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী হই, তখন অনেকেই বলেছিলেন আমার জেতা কঠিন। কিন্তু তৃণমূল কর্মীরা আমার জন্য খেটেছেন। তাই আমি নির্বাচনে জয়ী হয়েছিলাম।”

বিশেষজ্ঞরা বলছেন, গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে অনেক আসনে পরাজিত হতে হয়েছিল। তার প্রধান কারণ দলের নেতাদের মানুষের প্রতি দুর্ব্যবহার এবং দুর্নীতি। প্রশান্ত কিশোর তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতার দায়িত্ব নেওয়ার পর এই অসুখ ধরতে পেরেছিলেন। আর তারপরেই দলকে জনসংযোগের রাস্তায় হাটানোর পরিকল্পনা নেন তিনি। আর এবার যুবদের দলে নিয়ে আসার জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন প্রশান্ত কিশোর। আর সেই কর্মসূচিতে উপস্থিত হয়ে রীতিমতো সকলকে সতর্ক করে দিলেন মহুয়া মৈত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে দুর্নীতির ব্যাপারে মুখ খুলে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলে পরিষ্কার জানিয়ে দিলেন তিনি। পাশাপাশি কর্মীদের সঙ্গেও যাতে দুর্ব্যবহার করা না হয়, তার ব্যাপারেও সর্তকতা জারি করলেন নদীয়া জেলা তৃণমূলের সভানেত্রী। এদিকে এদিনের এই কর্মসূচি থেকে বিজেপির সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে সরব হতে দেখা যায় মহুয়া মৈত্রকে।

বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নের ওপর ভর করে তৃণমূল কংগ্রেস 2021 এর নির্বাচনে ঝাপাবে। কিন্তু বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলবে, এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। তাই এখন থেকেই যাতে দুর্নীতি নিয়ে বিরোধীদের বক্তব্যকে সমূলে উৎপাটিত করা যায়, তার জন্যই মহুয়া মৈত্র দলের নেতাকর্মীদের এই ধরনের বার্তা দিলেন। তবে তার এই বার্তা নীচুতলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে কতটা পৌঁছয় এবং তারা কতটা দুর্নীতি থেকে নিজেদেরকে সরিয়ে রাখেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!