এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পূর্ব মেদিনীপুরে কি বিজেপির এক দক্ষ সংখ্যালঘু মুখ পাওয়া নিশ্চিত হয়ে গেল?

পূর্ব মেদিনীপুরে কি বিজেপির এক দক্ষ সংখ্যালঘু মুখ পাওয়া নিশ্চিত হয়ে গেল?


গুঞ্জনটা চলছিলই, আর তাতে এবার পড়ল সরকারি সিলমোহর। পাঁশকুড়া পুরসভায় মোট ১৮ টি আসনের মধ্যে একটি বিজেপি দখলে থাকলেও বাকি ১৭ জন কাউন্সিলার নিয়ে তৃণমূল বোর্ড গঠন করে। কিন্তু বোর্ড গঠন করলেও পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান কে হবেন তা নিয়ে দলীয় গোষ্ঠী কোন্দল চরমে পৌঁছায়। দলের পছন্দ ছিল নন্দ মিশ্র (যিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে রাজনৈতিক গুঞ্জন), কিন্তু দলীয় নির্দেশকে কার্যত উপেক্ষা করে চেয়ারম্যানের গদি দখল করেন আনিসুর রহমান (যিনি আবার মুকুল রায়ের অনুগামী বলে গুঞ্জন)। আর এরই পরিপ্রেক্ষিতে দলবিরোধী কাজের জন্য তাঁকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়।
এরপর বহু টালবাহানার পর দলীয় মনোনীত কাউন্সিলার নন্দ মিশ্র পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যানের পদে বসেন, কিন্তু সেই অনুষ্ঠানে গরহাজির থাকেন আনিসুর রহমান বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। আর এরপরেই তীব্র গুঞ্জন রাজনৈতিক মহলে, তাহলে কি এবার দল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখাবেন অত্যন্ত দক্ষ সংগঠক হিসাবে এলাকায় পরিচিত আনিসুর? এমনিতেই তিনি মুকুল-ঘনিষ্ঠ বলে গুঞ্জন, তার উপরে দল তাঁকে ৬ বছরের জন্য বহিষ্কার করেছে। আর তাই তিনি নিজেকে ‘প্রমান’ করতে খুব শীঘ্রই নিজস্ব অনুগামীদের নিয়ে বিজেপির ছাতার তলায় আসতে পারেন বলে জোর গুঞ্জন। যদিও এই বিষয়ে আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা যায় নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!