এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কয়লা পাচার কাণ্ড নিয়ে বিশেষ নির্দেশ হাইকোর্টের, দ্রুত মোড় ঘোরার তীব্র জল্পনা

কয়লা পাচার কাণ্ড নিয়ে বিশেষ নির্দেশ হাইকোর্টের, দ্রুত মোড় ঘোরার তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কয়লা পাচার কাণ্ড নিয়ে সম্প্রতি এক বিশেষ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দীর্ঘদিন ধরে কয়লা পাচারের মামলা চলছে হাইকোর্টে। কয়লা পাচার কাণ্ডের তদন্তে সিবিআই এর এক্তিয়ার কতটা বৈধ? তা নিয়ে এই মামলা চলছে। হাইকোর্টে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কয়লা পাচার কান্ডের তদন্তে সিবিআইয়ের কোন এক্তিয়ার নেই। গতকাল এই মামলার শুনানিতে আইনজীবী অভিষেক মনু সিংভি জানালেন যে, যেখানে অবাধ প্রবেশাধিকার তুলে নেওয়া হয়েছে, সেখানে সিবিআই কিভাবে এই মামলার তদন্ত করবে?

তিনি জানালেন, সিবিআই এর আইনে প্রাথমিক তদন্তের তিন মাসের মধ্যে এফআইআর দায়ের করা প্রয়োজন। কিন্তু সিবিআই দু’বছর পর তা করেছে। এ প্ৰসঙ্গে তিনি আরও জানালেন, পশ্চিমবঙ্গের সঙ্গে আন্তর্জাতিক সীমানার প্রসঙ্গ এনে সিবিআই সম্পূর্ণ বেআইনিভাবে অভিযুক্তদের জেরা করতে চাইছে। তিনি জানিয়েছেন, ভারতের একাধিক রাজ্যের রয়েছে আন্তর্জাতিক সীমানা। কিন্তু সিবিআই শুধুমাত্র বাংলার ক্ষেত্রে তার উল্লেখ করে মামলার মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার কয়লা পাচার সংক্রান্ত এই মামলার দ্রুত নিষ্পত্তি করার সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট। এজন্য হাইকোর্টের পক্ষ থেকে এর সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী বুধবারের মধ্যে এই মামলার নিষ্পত্তি করে ফেলতে হবে। গতকাল হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন যে, মামলার শুনানি প্রক্রিয়া দীর্ঘ হওয়ার কারণে আদালতের প্রচুর সময় নষ্ট হচ্ছে। এতে অন্যান্য মামলাগুলির ক্ষতি হচ্ছে। আগামী বুধবার এই মামলার চূড়ান্ত সময়সীমা ধার্য করেছে আদালত। এই সময়ের মধ্যে মামলার সমস্ত পক্ষকে তাদের করণীয় কাজ সেরে ফেলার নির্দেশ দিয়েছে আদালত। এরপর এই মামলার রায় ঘোষণা করা হবে।

অন্যদিকে, কয়লা কাণ্ডে জেরা করতে রাজ্যর সাতজন আইপিএস অফিসারকে দিল্লিতে তলব করেছে ইডি। আগামী ২৬ সে জুলাই থেকে শুরু করে ১৮ ই আগস্ট সময়ের মধ্যে তাঁদেরকে উপস্থিত হবার নির্দেশ দেওয়া হয়েছে। যে সাতজন আইপিএস অফিসারকে তলব করা হয়েছে। তাঁরা হলেন কোটেশ্বর রাও, সিলভা মুরুগান, শ্যাম সিংহ, রাজীব মিশ্র, সুকেশ জৈন, জ্ঞানবন্ত সিংহ ও তথাগত বসু। ইডি সূত্রের দাবি, কয়লা পাচার কান্দের তদন্ত করতে গিয়ে একাধিক ব্যক্তির মুখে তাঁদের নাম উঠে এসেছে একাধিকবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!