এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড়সড় পরিবর্তন রাজ্য বিজেপিতে, পেছনে কি হাত রাজ্য সভাপতির?

বড়সড় পরিবর্তন রাজ্য বিজেপিতে, পেছনে কি হাত রাজ্য সভাপতির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই গেরুয়া শিবিরের সাংগঠনিক পরিবর্তন হওয়া নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। আর এবার পরিবর্তনের কোপ এসে পড়ল কৈলাশের সহযোগীর ওপর। ইতিমধ্যেই গেরুয়া শিবিরের একাংশ মুকুল রায় চলে যাবার পর ব্যাপক ক্ষোভ উগরে দেয় কৈলাস বিজয়বর্গীয়র প্রতি। এমনকি হেস্টিংসের সভার আগে মুকুল রায়ের চলে যাবার জন্য দায়ী করে কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে বড় কাট আউট, পোষ্টার পর্যন্ত দেখা যায়। এই অবস্থায় এবার কৈলাস বিজয়বর্গীয়র সহযোগী বদল করে দেওয়া হল। বাংলা থেকে সরিয়ে দেওয়া হলো তাঁকে ত্রিপুরায়।

কথা হচ্ছে, কৈলাস বিজয়বর্গীয়র সহযোগী বিজেপির সহ-সম্পাদক কিশোর বর্মনকে নিয়ে। তাঁকে বাংলা থেকে সরিয়ে ত্রিপুরাতে দায়িত্ব দেওয়া হলো এবার। কার্যত এই সিদ্ধান্তের ফলে প্রশ উঠছে, কৈলাস বিজয়বর্গীয়র প্রতি কি কোনভাবে অনাস্থা প্রকাশ করছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব?  রাজনৈতিক মহলের অধিকাংশ কিন্তু সে দিকেই ইঙ্গিত করছে। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ডেকে পাঠান কিশোর বর্মনকে দিল্লিতে এবং সেখানেই তাঁকে বদলির সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। ত্রিপুরায় নির্বাচনের আগে সেখানে সাংগঠনিক ভিত শক্ত করার জন্য এবার নিজের রাজ্যে মন দিতে হবে কিশোর বর্মনকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই এই বদলির পেছনে বিজেপির অন্তর্দ্বন্দ্বের কথা বলছেন। দীর্ঘদিন ধরেই দিলীপ ঘোষের সঙ্গে মুকুল রায়ের দূরত্বের কথা শোনা গিয়েছে। মুকুল এখন চলে গিয়েছেন তৃণমূলে। কিন্তু মুকুলের অন্যতম ঘনিষ্ঠ ছিলেন এই কৈলাস বিজয়বর্গীয়। খুব স্বাভাবিকভাবেই কৈলাসের সঙ্গে দিলিপের সম্পর্কও যে খুব ভালো তা কিন্তু বলা যায়না। কাজেই কৈলাসের সহকারীকে বাংলা থেকে সরানোর পেছনে দিলীপ ঘোষের অঙ্গুলিহেলন থাকতে পারে বলেই মনে করছেন অনেকে। প্রসঙ্গত জানা যাচ্ছে, কৈলাশ বিজয়বর্গীয়র ইচ্ছাতেই কিশোর বর্মনকে বিজেপির সহ-সম্পাদক করা হয়েছিল।

সেক্ষেত্রে সমর্থন যুগিয়েছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা শিবপ্রকাশ এবং অরবিন্দ মেনন। কিন্তু কিশোর বর্মনের সঙ্গে দিলীপ অনুগামীদের শুরু হয় বিবাদ। খুব স্বাভাবিকভাবেই তা খুব একটা ভালো চোখে দেখেননি রাজ্য বিজেপি সভাপতি। তাই কিশোর বর্মনের বাংলা থেকে সরে যাওয়ার পেছনে দিলিপের ইঙ্গিত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, বিজেপির অন্দরে সাধারণ সম্পাদক পদটি বিশেষ গুরুত্বপূর্ণ বলেই জানা যায়। ভোটের আগেও একইভাবে বেশ কিছু পরিবর্তন হয় গেরুয়া শিবিরে। খুব স্বাভাবিকভাবেই এই পরিবর্তন নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সাংগঠনিক পরিবর্তনের আসল কারণ জানতে উৎসুক ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!