এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

আর কিছুদিন পরেই‌ পঞ্চায়েত নির্বাচন তার আগেই দল ছাড়লেন প্রায় কয়েকশো বিজেপি‌ কর্মী-সমর্থক। মধ্য হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেস শুক্রবার একটি অনুষ্ঠানের আয়োজন করে আর এই‌ অনুষ্ঠানেই বিজেপি কর্মী-সমর্থকরা দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। মন্ত্রী অরুপ রায় প্রত্যেকের হাতে দলীয় পতাকা‌ তুলে দেন।
অরুপ বাবু বলেন , ” মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলার উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। দলীয় সুত্রে খবর বিজেপি যুব মোর্চার হাওড়া জেলা সম্পাদক অরুণ চৌরাশিয়া , মণ্ডল সভাপতি রাহুল সিং এর‌ নেতৃত্বে প্রায় ৫০০ কর্মী-সমর্থক দল ছাড়েন সাথে সথে তৃণমূলে যোগদেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!