এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লকডাউন সত্ত্বেও বাজারে সাধারন মানুষ! আতঙ্ক বাড়ছে!

লকডাউন সত্ত্বেও বাজারে সাধারন মানুষ! আতঙ্ক বাড়ছে!

জনসমাগম যাতে না হয়, তার জন্য দেশ এবং রাজ্য লকডাউন করে দেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা চালু থাকলেও, একে অপরের সংস্পর্শে যাতে না আসে, তার জন্য সরকারের পক্ষ থেকে বারবার আবেদন করা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে সচেতন আসছে না কিছুতেই। এবার তারই এক নিদর্শন দেখা গেল দুই বর্ধমানের একাধিক বাজার এবং রাজপথে। জানা গেছে, শুক্রবার পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় মোট 30 হাজার 42 জন ব্যক্তির হোম কোয়ারেন্টাইনে থাকার খবর পাওয়া গেছে। আর এমত পরিস্থিতিতে সাধারণ মানুষকে বারবার সচেতন করেও, যেভাবে তারা রাস্তায় ভিড় বাড়াচ্ছেন, তাতে আতঙ্ক ক্রমশ বাড়ছে।

সূত্রের খবর, এদিন সকালে বর্ধমানের পুলিশ লাইন বাজারে সচেতনতা জাগ্রত করার জন্য রাস্তায় নামতে দেখা যায় পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়কে। একইভাবে রীতিমতো পোশাক পরে, মাইক নিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ। সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে অন্যান্য পুলিশ প্রশাসনকেও এদিন হাতজোড় করে সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিতে দেখা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, লকডাউনের সময় যাতে মসজিদেও জমায়েত না হয়, তার জন্য এদিন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, “ইমাম, মোয়াজ্জেম সহ 7 জনের বেশি মসজিদে জমায়েত করা যাবে না।” তবে সাধারণ মানুষ বাইরে না বেড়ালেও, তাদের যাতে খাবারের চিন্তা না থাকে, তার জন্য আসানসোল এবং দুর্গাপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে খাবারের জন্য চাল বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে সাধারণকে সচেতন হওয়ার বহু বার্তা দেওয়া হলেও, অনেকে সচেতন না হয়ে বাইরে বেরিয়ে যেতে শুরু করেছেন। যার ফলে তৈরি হচ্ছে সমস্যা। তাই এই পরিস্থিতিতে সকলকে আবেদন করা ছাড়া কোনো উপায় নেই। তাই পুলিশ থেকে প্রশাসন সকলেই এবার রাস্তায় নেমে 2 বর্ধমানের পথেঘাটে ঘুরে বেড়ানো মানুষজনকে রীতিমতো করজোর করে আবেদন করলেন, সকলে ঘরে থাকুন। কিন্তু সাধারণের উদ্দেশ্যে করা এই আবেদন সেই সমস্ত বাইরে বেরিয়ে যাওয়া মানুষেরা কতটা মান্যতা দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!